![আমি বন্দী কারাগারে [ Ami Bondi Karagare ] 1 আমি বন্দী কারাগারে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_192,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/MV5BM2M1YmM4ZDItMGE5Zi00NDIyLWFiZWEtZjEwODg3MGM5YzMyXkEyXkFqcGdeQXVyNDI3NjcxMDA@._V1_-1-192x300.jpg)
“আমি বন্দী কারাগারে” গানটি বাংলা ছায়াছবি বেদের মেয়ে জোসনা এর মধ্যে গাওয়া হয়েছে । গানটি লিখেছেন হাসান মতিউর রহমান, এবং গানটি গেয়েছেন সংগীতশিল্পী মুজিব পরদেশী ।
আমি বন্দী কারাগারে [ Ami Bondi Karagare ]
গীতিকারঃ হাসান মতিউর রহমান
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মুজিব পরদেশী
Table of Contents
আমি বন্দী কারাগারে [ Ami Bondi Karagare ]
মা, আমি বন্দী কারাগারে!
আমি বন্দী কারাগারে
আমি বন্দি কারাগারে,
আছি গো মা বিপদে
বাইরের আলো চোখে পড়েনা মা,
আমি বন্দি কারাগারে
![আমি বন্দী কারাগারে [ Ami Bondi Karagare ] 2 আমি বন্দী কারাগারে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_247,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/8d2e1c_e1a780eca7c045b3b89585e70941edc5_mv2-247x300.jpg)
আমি বন্দী কারাগারে।
জেলখানার সম্বল থালা-বাটি কম্বল
এছাড়া অন্য কিছু মেলেনা মা,
জেলখানার সম্বল থালা বাটি কম্বল
এছাড়া অন্য কিছু মেলেনা।
সকাল আর সন্ধায় দুইটি রুটি দেয়
রুটি খেয়ে পেট ভরে না মা,
আমি বন্দি কারাগারে
আমি বন্দি কারাগারে।
এই ছিলো কপালে হাত বাঁধা শিকলে
পিপাসায় বুক ফেটে যায় মা,
এই ছিলো কপালে হাত বাঁধা শিকলে
পিপাসায় বুক ফেটে যায় মা,
সকাল আর রাতে চাবুকের আঘাতে
বুকের রক্ত ঝরে পড়ে মা,
আমি বন্দি কারাগারে
আমি বন্দি কারাগারে।
আমি দুঃখের দুঃখী কবে হব সুখী
তাও তো এসে কেউ বলেনা মা,
আমি দুঃখের দুঃখী কবে হব সুখী
তাও তো এসে কেউ বলেনা,
আর জ্বালা সয়েনা প্রাণে যে মানে না
মশার কামড়ে ঘুম আসেনা মা,
আমি বন্দি কারাগারে
আমি বন্দি কারাগারে,
আছি গো মা বিপদে
বাইরের আলো চোখে পড়েনা মা,
আমি বন্দি কারাগারে
আমি বন্দী কারাগারে।
হাসান মতিউর রহমানঃ
![আমি বন্দী কারাগারে [ Ami Bondi Karagare ] 3 আমি বন্দী কারাগারে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_196,h_261/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/Capture-1.jpg)
হাসান মতিউর রহমান একজন বাংলাদেশী লোকসংগীত শিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক। হাসান মতিউর রহমান ১৯৫৮ সালের ৮ ডিসেম্বর ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পূর্বধোয়াইর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মোহাম্মদ হাসানউদ্দীন । ১৯৭৭ সালের শেষ দিকে রূপালী ব্যাংকের চাকরি নিয়ে ঢাকায় আসেন। তার বাসা ছিল আবদুল আলীমের বাড়ির পাশেই, এই সুবাদে তার বড় ছেলে জহির আলীমের সঙ্গে হাসান মতিউর রহমানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এবং তার সঙ্গেই বিভিন্ন জায়গায় গান গাইতে যেতেন। ১৯৭৮ সালে বাংলাদেশ বেতারে তার লেখা প্রথম গান প্রচারিত হয়। বরিশালের আবদুল করীম খানের গেয়েছিলেন, ‘জ্বালায় জ্বালায় আমার অন্তর কালা, তোরা দেখরে, প্রেমের কি জ্বালা সখী দেখরে’ গানটি। অবশ্যই বেতারের তালিকাভূক্ত গীতিকার না হওয়ায় লোকগীতি বলেই গানটি প্রচারিত হয়েছিল।
মুজিব পরদেশীঃ
![আমি বন্দী কারাগারে [ Ami Bondi Karagare ] 4 আমি বন্দী কারাগারে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_182,h_277/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-65.jpg)
আমি বন্দী কারাগারে গানের গায়ক মুজিব পরদেশী পিতার নাম ইউসুফ আলী মোল্লা। তিনি পাকিস্তানের করাচিতে ব্যবসা করতেন। মুজিব পরদেশী করাচীতে জন্মগ্রহণ করেন। ৬ বোন,৩ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৬৫ সালে ১১ বছর বয়সে ঢাকায় চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
করাচীতে ওস্তাদ আশিক আলীর কাছে তবলা শেখা শুরু করেন। শৈশবেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ আমানুল্লাহ’র নিকট। তবলা শিখেছেন ওস্তাদ মনির হোসেন খান ও ওস্তাদ সাজ্জাদ হোসেন খানের কাছে। তিনি দীর্ঘদিন গান করছেন লোকগীতির কিংবদন্তী আবদুল আলীমের সাথে। তিনি গণমানুষের জন্য গান করেছেন। তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন ।
আরও দেখুনঃ