আমি বার বার লিরিক্স | Ami Bar Bar Bohubar Tomake Chai Lyrics | Fagun Haway | Shukonna Mazumder Ghosh | Pintu Ghosh

আমি বার বার লিরিক্স : পিন্টু ঘোষ দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সদস্য ছিলেন। ২০১৭ সালের ১৬ নভেম্বর তিনি চিরকুট থেকে বেরিয়ে যান। এরপর গীতিকার, সুরকার, সংগীত পরিচালক আর সংগীতশিল্পী হিসেবে নিজের একক কেরিয়ার গড়ার দিকে নজর দেন। এরই মধ্যে তিনি অনেকগুলো উল্লেখযোগ্য কাজ করেছেন।

আমি বার বার লিরিক্স | Ami Bar Bar Bohubar Tomake Chai Lyrics | Fagun Haway | Shukonna Mazumder Ghosh | Pintu Ghosh

গান: আমি বার বার বহুবার

কণ্ঠ: সুকন্যা মজুমদার ঘোষ ও পিন্টু ঘোষ

আমি বার বার বহুবার তোমাকে চাই লিরিক্স

চলতি সময়, থমকে দাঁড়ায়
জেগে জেগে স্বপ্ন দেখি হায়
তোমার এই হাত ধরতে চায়
ফাগুন হাওয়ায়।
কি মায়ার কোন, সে নেশায়
বারে বার মন ছুঁতে চায়
চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায়।
আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই।
তুমি আমি আর নিরবতা,
শুনতে কি পাও এই মনে কথা
ভোর আঁধারেও তোমায় দেখি,
তুমি কবিতা, তুমি কবি।
আজকাল মন ডুবে যায়
অনুভবে তুমি ভাসো তাই
এই আমি না চিনি আমায়,
চেনা আয়নায়।
আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই।
চলতি সময়, থমকে দাড়ায়
জেগে জেগে স্বপ্ন দেখি হায়
তোমার এই হাত ধরতে চায়
ফাগুন হাওয়ায়।
কি মায়ার কোন সে নেশায়
বারে বার মন ছুটতে চায়
চেনা মুখ ঘুরপাক খায়
চোখের পাতায়।
আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই।

Tomake chai fagun haway lyrics

Cholti Shomoy, Thomke Daray
Jege Jege Shopno Dekhi Hay
Tomar Ei Haat Dhorte Chay
Fagun Haway.
Ki Mayar Kon, Sey Neshay
Bare Bar Mon Chutey Chaay
Chena Mukh Ghurpaak Khay
Chokher Patay
Ami Bar Bar Bohubar Tomake Chai
Ami Bar Bar Hajar Bar Tomake Chai.
Tumi ami ar nirobota,
Shunte ki pau ei mone kotha
Vor adhareu tumay dekhi
Tumi kobita, tumi kobi.
Ajkal mon dube jay
Onuvobe tumi vaso tai
Ei ami na chini amai,
Chena ainai.
Ami Bar Bar Bohubar Tomake Chai
Ami Bar Bar Hajar Bar Tomake Chai.
Cholti Shomoy, Thomke Daray
Jege Jege Shopno Dekhi Hay
Tomar Ei Haat Dhorte Chay
Fagun Haway.
Ki Mayar Kon, Sey Neshay
Bare Bar Mon Chutey Chaay
Chena Mukh Ghurpaak Khay
Chokher Patay
Ami Bar Bar Bohubar Tomake Chai
Ami Bar Bar Hajar Bar Tomake Chai.
আমি বার বার বহুবার তোমাকে চাই লিরিক্স | ami bar bar bohubar tomake chai lyrics | fagun haway | shukonna Mazumder Ghosh | pintu Ghosh

Leave a Comment