Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

আমি যদি কোনোদিন পথ ভুলে যাই লিরিক্স [Ami jodi konodin poth vule jai lyrics] | মশিউর রহমান লিটন

“আমি যদি কোনোদিন পথ ভুলে যাই” গানটি একটি হৃদয়স্পর্শী বাংলা গান, যার কথাগুলো রচনা করেছেন জাকির আবু জাফর এবং সুরকার মশিউর রহমান লিটন। গানটি গভীর আবেগ ও মানবিকতার প্রতিফলন ঘটায়, যেখানে জীবনের সংকট, পথ হারানোর ভয় এবং নতুন শুরু করার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। মশিউর রহমান লিটনের সুর ও কম্পোজিশন গানের মর্মস্পর্শী ভাবনাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যা শ্রোতাদের হৃদয়ে গভীর ছাপ ফেলে। এই গানটি বাংলা সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং জীবনের নানা দিককে চিন্তা করার সুযোগ করে দেয়।

 

আমি যদি কোনোদিন পথ ভুলে যাই লিরিক্স [Ami jodi konodin poth vule jai lyrics]

আমি যদি কোনোদিন পথ ভুলে যাই

আমি যদি কোনোদিন
পথ ভুলে যাই,
হাতছানি দিয়ে কাছে নিও,
মমতার বন্ধনে আমায় বেঁধে,
সব ভুল ক্ষমা করে দিও।

জেনে না জেনে কত করি অপরাধ,
কখনো করিও না বাধা-বিপ্রতিবাদ।
তোমার দয়ার সীমা নাই, নাই, নাই,
সেই দয়া পেতে আজ কাঁদি আমিও।

মমতার বন্ধনে আমায় বেঁধে,
সব ভুল ক্ষমা করে দিও।

আমি যদি কোনোদিন পথ ভুলে যাই,
হাতছানি দিয়ে কাছে নিও,
মমতার বন্ধনে আমায় বেঁধে।

সব ভুল ক্ষমা করে দিও।

ভুল ছাড়া জীবনে আর কি আছে?
ভুল করে ফিরে আসি তোমার কাছে।

তোমার দেওয়া সেই আলোকিত পথ,
যেই পথে খুঁজি আসল কিমত।
আজ শুধু ফরিয়াদ তোমার কাছে,
সেই পথে চলার শক্তি দিও।

মমতার বন্ধনে আমায় বেঁধে,
সব ভুল ক্ষমা করে দিও।

আমি যদি কোনোদিন পথ ভুলে যাই,
হাতছানি দিয়ে কাছে নিও,
মমতার বন্ধনে আমায় বেঁধে,
সব ভুল ক্ষমা করে দিও।

 

 

Ami jodi konodin poth vule jai

Ami jodi konodin
Poth vule jai,
Hatshani diye kache nio,
Momtar bondhone amay bendhe,
Shob bhul khoma kore dio।

Jene na jene koto kori opradh,
Kokhono korio na badha-biprotibad।
Tomar doyar sima nai, nai, nai,
Shei doya pete aaj kandi amio।

Momtar bondhone amay bendhe,
Shob bhul khoma kore dio।

Ami jodi konodin poth vule jai,
Hatshani diye kache nio,
Momtar bondhone amay bendhe।

Shob bhul khoma kore dio।

Bhul chara jibone ar ki ache?
Bhul kore fire asi tomar kache।

Tomar deya shei alokito poth,
Jei pothe khuji asal kimot।
Aaj shudhu foriyad tomar kache,
Shei pothe cholar shokti dio।

Momtar bondhone amay bendhe,
Shob bhul khoma kore dio।

Ami jodi konodin poth vule jai,
Hatshani diye kache nio,
Momtar bondhone amay bendhe,
Shob bhul khoma kore dio।

 

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Exit mobile version