Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

আমি যামিনী তুমি শশী হে [ Ami Jamini tumi shoshihe ]

আমি যামিনী তুমি শশী হে

আমি যামিনী তুমি শশী হে [ Ami Jamini tumi shoshihe ]
লেবেল: স্টুডিও গুরুকুল || [ Studio Gurukul ||
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল || Music Gurukul ||
কাভার: || আজফারুল ইসলাম সূর্য || Azfarul Islam Surjo ||
তবলা : সুকদেব রায় || Sukdeb Roy
কিবোর্ড : নন্দন চৌধুরী || Nandan Chowdhury
গীতিকার : আনীল বাগচি || Anil Bagchi
সুরকার : গৌরী প্রশন্ন মজুমদার || Gouri Prasanna Majumder
মুল শিল্পী : মান্না দে || Manna Dey

 

আমি যামিনী তুমি শশী হে

আমি যামিনী তুমি শশী হেভাতিছ গগন মাঝেআমি যামিনী তুমি শশী হেভাতিছ গগন মাঝে
মম সরসীতে তব উজল প্রভাবিম্বিত যেন লাজে
আমি যামিনী তুমি শশী- হেভাতিছ গগন মাঝে
তোমায় হেরিগো স্বপনে শয়নেতাম্বুর রাঙ্গা বয়ানেতব তাম্বুর রাঙ্গা বয়ানে
মরি অপরূপ রূপ মাধুরীমরি অপরূপ রূপ মাধুরীবসন্ত-সম বিরাজেআমি যামিনী তুমি শশী -হেভাতিছ গগন মাঝে
তুমি যে শিশির বিন্দুমম কুমুদির বক্ষেনা হেরিলে ওগো তোমারেতমসা ঘনায় চক্ষে
তুমি যে শিশির বিন্দুমম কুমুদির বক্ষেনা হেরিলে ওগো তোমারেতমসা ঘনায় চক্ষে
তুমি অগণিত তাঁরা গগনেপ্রাণবায়ু মম জীবনেতুমি প্রাণবায়ু মম জীবনে
তব নামে মম প্রেম মুরলীতব নামে মম প্রেম মুরলীপরাণের গোঠে বাজে
আমি যামিনী তুমি শশী হেভাতিছ গগন মাঝে

আমি যামিনী তুমি শশী হে [ Ami Jamini tumi shoshihe ] নিয়ে কভার ঃ

 

Exit mobile version