Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

আমি যে জলসাঘরে (1967) [ Ami Je Jolsha Ghore ]

“আমি যে জলসাঘরে” গানটি ভারতীয় চলচিত্র অ্যান্টনি ফিরিঙ্গি এর মধ্যে গাওয়া হয়েছে । অ্যান্টনি ফিরিঙ্গি হল একটি ১৯৬৭সালের ভারতীয় জীবনীভিত্তিক বাদ্যযন্ত্র নাটক চলচ্চিত্র । গানটি গেয়েছেন বাংলাদেশ এর সংগীতশিল্পী মান্না দে । 

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মান্না দে

 

 

আমি যে জলসাঘরে লিরিক [ Ami Je Jolsha Ghore ]

আমি যে জলসা ঘরে বেলোয়ারী ঝাড়

আমি যে জলসা ঘরে বেলোয়ারী ঝাড়

আমি যে জলসা ঘরে…

নিশি ফুরালে কেহ চায়না আমায় জানি গো আর

নিশি ফুরালে কেহ চায়না আমায় জানি গো আর

আমি যে জলসা ঘরে…

আমি যে আতর ওগো আতরদানে ভরা

আমি যে আতর ওগো আতরদানে ভরা

আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা

কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার

কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার

আমি যে জলসা ঘরে…

হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে

হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে

বুঝেও তবু বলতে পারিনা যে

আলেয়ার পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার

আলেয়ার পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার

আমি যে জলসা ঘরে বেলোয়ারী ঝাড়

আমি যে জলসা ঘরে…

 

মান্না দেঃ

আমি যে জলসাঘরে গানের কন্ঠশিল্পী প্রবোধ চন্দ্র দে ডাক নাম মান্না দে ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী এবং সুরকারদের একজন।  আলিপুরদুয়ারে তাঁর গুণগ্রাহী দেবপ্রসাদ দাস নিজের বাড়িতে মান্না দে সংগ্রহশালা তৈরি করেছেন। বৈচিত্র্যের বিচারে তাঁকেই ভারতীয় গানের ভুবনে সবর্কালের অন্যতম সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন অনেক বিশেষজ্ঞ সংগীত বোদ্ধা।

 

 

মান্না দে গায়ক হিসেবে ছিলেন আধুনিক বাংলা গানের জগতে সর্বস্তরের শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় ও সফল সংগীত ব্যক্তিত্ব। এছাড়াও, হিন্দি এবং বাংলা সিনেমায় গায়ক হিসেবে অশেষ সুনাম অর্জন করেছেন। ‘তামান্না’ (১৯৪৩) চলচ্চিত্রে গায়ক হিসেবে মান্না দে‘র অভিষেক ঘটে। সুরাইয়া’র সাথে দ্বৈত সঙ্গীতে গান এবং সুরকার ছিলেন কৃষ্ণ চন্দ্র দে। ঐ সময়ে গানটি ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল।

এই কিংবদন্তী শিল্পী ২৪শে অক্টোবর ২০১৩ সালে বেঙ্গালুরুতে মৃত্যুবরণ করেন।

 

 

আরও দেখুনঃ

Exit mobile version