![আমি যে রসিক প্রেমিক (2018) [ Ami j Roshik pramik ] 1 আমি যে রসিক প্রেমিক](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/hHPt90SN_400x400-300x300.jpg)
“আমি যে রসিক প্রেমিক” গানটি লিখেছেন এবং গেয়েছেন বাংলাদেশ এর বাউল সংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বী ।
আমি যে রসিক প্রেমিক [ Ami j Roshik pramik ]
গীতিকারঃ কামরুজ্জামান রাব্বী
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ কামরুজ্জামান রাব্বী
আমি যে রসিক প্রেমিক [ Ami j Roshik pramik ]
আমার চুল পাকিলো দাঁত পড়িলো
মনটা বুড়া হইলো না
আমি-যে রসিক প্রেমিক তুমি বুঝলনা |
তোমার কথা মনে করি
সকাল দুপুর সারা রাতি গো
আমি টা তো ছিলাম খাটি
তুমি আমায় চিনলা না ||
চামড়া আমার হইলো ঢিলা
ঘুরি আমি লাঠি নিয়া গো
তোমার মন টা কি গো এতই ছোট
গাজীর জায়গা হইলো না |
কামরুজ্জামান রাব্বিঃ
আমি যে রসিক প্রেমিক গীতিকার এবং গায়ক কামরুজ্জামান রাব্বি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী । তিনি তার লোকগান গাওয়ার জন্য বেশ জনপ্রিয় । মাছরাঙা টেলিভিশন-এর লোকসংগীতবিষয়ক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা’র দ্বিতীয় আসরে সেরা পাঁচে জায়গা করে নিয়েছিলেন রাব্বি। এরপর ‘আমিতো-ভালা না’ শিরোনামের গান দিয়ে দিয়ে আলোচনায় আসেন এ শিল্পী।
আরও দেখুনঃ