“আমি রজনীগন্ধা ফুলের মত” গানটি বাংলাচলচিত্র “রজনীগন্ধা ” এর মধ্যে গাওয়া হয়েছে । গানটি গেয়েছেন বাংলাদেশ এর সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন । গানটি লিখেছেন মাসুদ করিম ।
আমি রজনীগন্ধা ফুলের মত [ Ami Rojonigondha Fuler Moto ]
গীতিকারঃ মাসুদ করিম
সুরকারঃ সুবল দাস
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ সাবিনা ইয়াসমিন
Table of Contents
আমি রজনীগন্ধা ফুলের মত [ Ami Rojonigondha Fuler Moto ]
আমি রজনীগন্ধা ফুলের মত
গন্ধ বিলিয়ে যাই
আমি মেঘে ঢাকা চাঁদের মত
জোছনা ঝরিয়ে যাইআমি গানে গানে প্রানের যত
বেদনা লুকাতে চাই।।বুকের মাঝে যে বাঁশী
অকারনে বার রার
পায় না তো অধিকার।
গন্ধ বিলিয়ে যাই
আমি মেঘে ঢাকা চাঁদের মত
জোছনা ঝরিয়ে যাইআমি গানে গানে প্রানের যত
বেদনা লুকাতে চাই।।বুকের মাঝে যে বাঁশী
অকারনে বার রার
পায় না তো অধিকার।
আজও এ কথা আমি যে শুধুই।
নিজেকে বোঝাতে চাই।।
চলার পথে কাঁটা যে হতে
চাই নাকো আমি আর
ভুল ভাঙ্গে যদি তার।
আমি নিরবে ভাল যে বেসে।
নিজেকে পোড়াতে চাই।।