আমি রজনীগন্ধা ফুলের মত (1982) [ Ami Rojonigondha Fuler Moto ]

“আমি রজনীগন্ধা ফুলের মত” গানটি বাংলাচলচিত্র “রজনীগন্ধা ” এর মধ্যে গাওয়া হয়েছে । গানটি গেয়েছেন বাংলাদেশ এর সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন । গানটি লিখেছেন মাসুদ করিম । 

আমি রজনীগন্ধা ফুলের মত [ Ami Rojonigondha Fuler Moto ]

গীতিকারঃ মাসুদ করি

সুরকারঃ সুবল দাস

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ সাবিনা ইয়াসমিন

আমি রজনীগন্ধা ফুলের মত [ Ami Rojonigondha Fuler Moto ]

আমি রজনীগন্ধা ফুলের মত
গন্ধ বিলিয়ে যাই
আমি মেঘে ঢাকা চাঁদের মত
জোছনা ঝরিয়ে যাইআমি গানে গানে প্রানের যত
বেদনা লুকাতে চাই।।বুকের মাঝে যে বাঁশী
অকারনে বার রার
পায় না তো অধিকার।

আজও এ কথা আমি যে শুধুই।
নিজেকে বোঝাতে চাই।।

চলার পথে কাঁটা যে হতে
চাই নাকো আমি আর
ভুল ভাঙ্গে যদি তার।

আমি নিরবে ভাল যে বেসে।
নিজেকে পোড়াতে চাই।।

মাসুদ করিমঃ

আমি রজনীগন্ধা ফুলের মত গানের গীতিকার মাসুদ করিম  ছিলেন একজন খ্যাতিমান বাংলাদেশী গীতিকার।দেশ বিদেশের অনেক খ্যাতিমান সুরকারেরা তার রচিত গানে সুর দিয়েছেন এবং বিখ্যাত সঙ্গীতশিল্পীরা গানে কণ্ঠ দিয়েছেন। মাসুদ করিম ১৯৩৬ সালের ১৭ ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের  কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার দুর্গাপুর কাজীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা রেজাউল করিম একজন সরকারি কর্মকর্তা এবং মা নাহার ছিলেন গৃহিনী। মাসুদ করিম ঢাকা ও চট্টগ্রাম বেতারে প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬০ সাল থেকে তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জন্য গীত রচনা শুরু করেন। তবে ষাট, সত্তর ও আশির দশকে চলচ্চিত্রের গান রচনা করে তিনি খ্যাতি লাভ করেন।

মাসুদ করিম ১৯৯৬ সালের ১৬ নভেম্বর কানাডার মন্ট্রিয়লে মৃত্যুবরণ করেন।

সুবল দাস:

আমি রজনীগন্ধা ফুলের মত গানের সুরকার সুবল দাস ছিলেন একজন বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও সুরকার। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে তিনি খ্যাতি অর্জন করেন। তবে তিনি বেতার ও টেলিভিশনের সাথেও যুক্ত ছিলেন। তার সুরকৃত অসংখ্য গান বেতার ও টেলিভিশনের সঙ্গীতশিল্পীরা পরিবেশন করেন।সুবল দাস ১৯২৭ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান বাংলাদেশ)সঙ্গীতে পারদর্শিতা অর্জন করে তিনি সুর ও সঙ্গীত পরিচালনায় মনোনিবেশ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা রশিকলাল দাস এবং মা কামিনী দাস।

সুবল দাস ১৯৫৯ সালে চলচ্চিত্রকার ফতেহ লোহানী পরিচালিত আকাশ আর মাটি চলচ্চিত্রে প্রথম সঙ্গীত পরিচালনা করেন। তার সুরকৃত মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া “তবে কি আমার নেই কোন ঠাঁই” গানটি বিপুল প্রশংসিত হয়।

সুবল দাস ২০০৫ সালের ১৬ই আগস্ট মৃত্যুবরণ করেন।

সাবিনা ইয়াসমিনঃ

আমি রজনীগন্ধা ফুলের মত গানের গায়িকা সাবিনা ইয়াসমিন একজন বাংলাদেশিনেপথ্য সঙ্গীতশিল্পী। সাবিনা শৈশব থেকে গানের তালিম নেওয়া শুরু করেছিলেন। তিনি সাত বছর বয়সে প্রথম মঞ্চানুষ্ঠানে অংশ নেন এবং খেলাঘর নামে একটি বেতার অনুষ্ঠানে ছোটদের গান করতেন। ১৯৬২ সালে নতুন সুর চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে ছোটদের গানে অংশ নেন। চলচ্চিত্রে পূর্ণ নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ১৯৬৭ সালে আগুন নিয়ে খেলা চলচ্চিত্রের মধ্য দিয়ে।

সাবিনা ইয়াসমিন ১৯৫৪ সালের ৪ঠা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা লুতফর রহমান ব্রিটিশ রাজের অধীনে সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা বেগম মৌলুদা খাতুন। পৈতৃক বাড়ি সাতক্ষীরায়। তার গাওয়া দেশাত্মবোধক গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল “জন্ম আমার ধন্য হলো মা গো”, “সব ক’টা জানালা খুলে দাও না”, “ও আমার বাংলা মা”, “মাঝি নাও ছাড়িয়া দে”, “সুন্দর সুবর্ণ” ও “একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার”।

 

Leave a Comment