আমি হব সকাল বেলার পাখি লিরিক্স [ Ami hobo sokal belar pakhi lyrics ] । কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

আমি হব সকাল বেলার পাখি লিরিক্স [ Ami hobo sokal belar pakhi lyrics ]

 

কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

 

আমি হব সকাল বেলার পাখি লিরিক্স [ Ami hobo sokal belar pakhi lyrics ] । কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

 

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।

তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা।

১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।

যে নজরুল সুগঠিত দেহ, অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণখোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন, ১৯৪২ খ্রিষ্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয়।

ফলে ১৯৭৬ খ্রিষ্টাব্দে মৃত্যু অবধি সুদীর্ঘ ৩৪ বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়। বাংলাদেশ সরকারের প্রযোজনায় ১৯৭২ খ্রিষ্টাব্দে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকা স্থানান্তর করা হয়। ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি মৃত্যুবরণ করেন।

 

আমি হব সকাল বেলার পাখি লিরিক্স [ Ami hobo sokal belar pakhi lyrics ] । কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

 

বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে তাকে “জাতীয় কবি“ হিসাবে মর্যাদা দেওয়া হয়। তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে তুঙ্গস্পর্শী।

তার মানবিকতা, ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দ্রোহ, ধর্মীয়গোঁড়ামির বিরুদ্ধতা বোধ এবং নারী-পুরুষের সমতার বন্দনা গত প্রায় একশত বছর যাবৎ বাঙালির মানসপীঠ গঠনে ভূমিকা রেখে চলেছে।

 

আমি হব সকাল বেলার পাখি লিরিক্স [ Ami hobo sokal belar pakhi lyrics ] । কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

 

আমি হব সকাল বেলার পাখি লিরিক্স

আমি হবো সকাল বেলার পাখি
সবার আগে কুসম-বাগে উঠবো আমি ডাকি।
সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমো এখন’–মা বলবেন রেগে।
বলবো আমি, ‘আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো,
হয়নি সকাল–তাই বলে কি সকাল হবে নাকো!

 

আমি হব সকাল বেলার পাখি লিরিক্স [ Ami hobo sokal belar pakhi lyrics ] । কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!’
ঊষা দিদির ওঠার আগে উঠবো পাহাড়-চূড়ে,
দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে,
ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়,
বলবো আমি, ‘ভোর হলো যে, সাগর ছুটে আয়!’
ঝর্ণা-মাসি বলবে হাসি, ‘খোকন এলি নাকি?’
বলবো আমি, ‘নইকো খোকন, ঘুম-জাগানো পাখি!’
ফুলের বনে ফুল ফোটাবো, অন্ধকারে আলো,
সূয্যিমামা বলবে উঠে, ‘খোকন, ছিলে ভালো?’
বলবো, ‘মামা, কথা কওয়ার নাইকো সময় আর,
তোমার আলোর রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার।’
রবির আগে চলবো আমি ঘুম-ভাঙা গান গেয়ে,
জাগবে সাগর, পাহাড় নদী, ঘুমের ছেলে-মেয়ে!

Ami hobo sokal belar pakhi lyrics

Ami hobo shokal belar pakhi
Shobar aage kushum baage uthbo ami daaki
Surji mama jagar aage uthbo ami jege

 

আমি হব সকাল বেলার পাখি লিরিক্স [ Ami hobo sokal belar pakhi lyrics ] । কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

Hoyni Shoka, ghumo ekhono- maa bollen rege
Bolbo ami, Alosh meye ghumiye tumi thako
Hoyni shokal- taai bole ki shokal hobe nako
Amra jodi na jagi maa kemone shokal hobe?
Tomar chele uthle go maa raat puhabe tobe
Usha didir uthar aage uthbo pahar chure
Dekhbo niche ghumay shohor shiter katha mure
Ghumay shagor baluchore nodir mohonay
Bolbo ami, Bhor holo je, shagor chute aay
Jhorna mashi bolbe hashi, khokon elo naki?
Bolbo ami, naiko khokon, ghum jagano pakhi
Fooler bone fool futabo, ondhokar alo
Shurjimama bolbe uthe, Khokon chilo bhalo

 

আমি হব সকাল বেলার পাখি লিরিক্স [ Ami hobo sokal belar pakhi lyrics ] । কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

Bolbo, Mama, kotha kowar naiko shomoy aar
Tomar alor rath chaliye bango ghumer dar
Rabir aage cholbo ami ghum-bhanga gaan geye
Jagbe shagor, Pahar nodi, ghumer chele meye!

 

আমি হব সকাল বেলার পাখি লিরিক্স [ Ami hobo sokal belar pakhi lyrics ] । কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

আরও দেখুনঃ

Leave a Comment