আমি হাত দিয়ে লিরিক্স [ Ami Hat Diye Lyrics ] । হাসান ।  Hasan 

আমি হাত দিয়ে লিরিক্স [ Ami Hat Diye Lyrics ]

হাসান ।  Hasan

আমি হাত দিয়ে লিরিক্স [ Ami Hat Diye Lyrics ] । হাসান ।  Hasan 

 

 

সৈয়দ হাসানুর রহমান (গায়ক হাসান হিসাবে পরিচিত) একজন ব্যান্ড সঙ্গীতশিল্পী। তার মোট গানের সংখ্যা ২০০ এর বেশি। তিনি ১৯৯৩ সালে ব্যান্ডদল আর্কে ভোকালিস্ট হিসাবে যোগ দেন এবং ব্যান্ডে থাকা অবস্থায় জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে ২০০২ সালে আর্ক ব্যান্ড ছেড়ে দিয়ে নতুন ব্যান্ড “স্বাধীনতা” গঠন করেন। ২০০৪ সালে তিনি “জন্মভূমি” নামের আরেকটি ব্যান্ড গঠন করেন। ২০১০ সালের শেষের দিকে তিনি আবার আর্কে যোগ দেন।

তার সঙ্গীত জীবনের উত্থান আকস্মিক। একদিন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতাঙ্গনের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আশিকুজ্জামান টুলুর সাথে তার পরিচয় হয়।টাটার গান শুনে তিনি মুগ্ধ হলেন এবং তাকে প্রস্তাব করলেন যে, বিভিন্ন শিল্পীর কণ্ঠে ইংরেজি গানের সুরে বাংলা গানের একটা কমার্শিয়াল ক্যাসেট বের করা হবে, এ জন্যে তাকে গান গাইতে হবতাতাতিনি প্রস্তাব মেনে নিয়ে গান গাইলেন। প্রথম এ্যালবাম কপিয়ার অতটা জনপ্রিয়তা না পেলেও দ্বিতীয় এ্যালবাম কপিয়ার-২ অপ্রত্যাশিতভাবে প্রচন্ড হিট হয়ে গেল।

তার প্রথম ব্যান্ড হচ্ছে ‘আর্ক’। পরবর্তীতে আর্ক থেকে বের হয়ে তিনি স্বাধীনতা নামে একটি ব্যান্ড তৈরী করেছেন। আর্কের সঙ্গে প্রায় নয় বছর ছিলেন তিনি। আর্কে যোগ দেয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মূলত টুলু এবং পঞ্চম এর সাথে তার সঙ্গতে তিনি গানের প্রকৃত মর্যাদা অনুভব করেন।

১৯৯৬ আর্কের তাজমহল এ্যালবামের মাধ্যমে তিনি নতুনভাবে পাদপ্রদীপে আসেন। মূলত তার উত্থান এখান থেকেই শুরু। এই এ্যালবামে তার গাওয়া গানগুলি ছিলো নিজের লেখা এবং সুরে। এই এ্যালবামটি সুপার হিট হওয়ার পর তিনি একজন ব্যান্ড সঙ্গীত শিল্পী হিসাবে পরিচিতি লাভ করলেন।

আমি হাত দিয়ে লিরিক্স [ Ami Hat Diye Lyrics ] । হাসান ।  Hasan 

 

এটি ছিল কিছুটা পশ্চিমা ধাঁচের গাওয়া গান। এখানে তিনি অনুসরণ করেছিলেন পশ্চিমাদের কণ্ঠ, ভাব, সুর ইত্যাদি যেটা তখনকার বর্তমান যুগের ছেলে মেয়েদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিল।

আর এই কারণেই তিনি খুব অল্প সময়ে অনেক বেশি পরিচিতি পেয়েছিলেন। আর্কের এ্যালবাম তৈরীর প্রায় দুই বছর পর ১৯৯৮ সালে তার ব্যান্ড আর্ক জন্মভূমি নামে আর একটি ক্যাসেট বের করলো। এই এ্যালবামটিও সুপার হিট হয়। এটি তাজমহলের চেয়ে অনেক বেশি দর্শক জনপ্রিয়তা পেয়েছিল।

তিনি তার আর্কের সাথে শেষ ভলিউম স্বাধীনতা। তারপর বের করেন একক অ্যালবাম ‘তাল’। পরবর্তী ৪ মাস আমেরিকাতে থাকার পর সেখান থেকে ফিরে এসে আর্কের নাম পরিবর্তন করে সমস্ত লাইনআপটা নিয়ে ২০০২ সালে নতুন আর একটি ব্যান্ড করলেন “স্বাধীনতা” । স্বাধীনতার  ব্যানারে প্রথম এ্যালবাম হচ্ছে ‘কারবালা’।

তিনি মনে করেন তিনি তার গানের কথায় ও সুরে পুরাপুরি সন্তষ্ট না। তার মধ্যে অনেক ভুল রয়েছে। তিনি এমন কিছু গান করতে চান যেটা সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নেবে, তখনই তিনি নিজেকে একজন স্বার্থক শিল্পী মনে করবেন। হাসানের একক এ্যালবাম হচ্ছে ‘তাল’। আর বাকীগুলি মিশ্রণ।  তার মোট গানের সংখ্যা ২০০ এর বেশি।

আর্কের এ্যালবাম তৈরীর প্রায় দুই বছর পর ১৯৯৮ সালে তার ব্যান্ড আর্ক জন্মভূমি নামে আর একটি ক্যাসেট বের করলো। এই এ্যালবামটিও সুপার হিট হয়ে গেল।

এটি তাজমহলের চেয়ে অনেক বেশী দর্শক জনপ্রিয়তা পেল। এটা ছিল তার জীবনের সবচেয়ে বেশী পাওয়া। এই ক্যাসেটটির মাধ্যমে তিনি নতুন একটা স্টাইলের প্রবর্তন ঘটালেন। এখানে ছিল তার নিজস্ব সুর, কথা ও স্টাইল।

আমি হাত দিয়ে লিরিক্স [ Ami Hat Diye Lyrics ] । হাসান ।  Hasan 

 

আমি হাত দিয়ে লিরিক্স [ Ami Hat Diye Lyrics ] । হাসান ।  Hasan

আমি হাত দিয়ে লিরিক্স

আমি হাত দিয়ে যা ছুঁই
তা দুঃখ হয়ে যায়
সেই হাতে কি বলো বন্ধু
তোমায় ছোঁয়া যায়
বলো তোমায় ছোঁয়া যায় (x2)

একদিন আমি আকাশ ছুঁয়েছিলাম
সেইদিন-ই প্রথম, আকাশের বুকে,
মেঘের দেখা পেলাম (x2)

আমি হাত দিয়ে যা ছুঁই
তা দুঃখ হয়ে যায়
সেই হাতে কি বলো বন্ধু
তোমায় ছোঁয়া যায়

 

আমি হাত দিয়ে লিরিক্স [ Ami Hat Diye Lyrics ] । হাসান ।  Hasan 

 

বলো তোমায় ছোঁয়া যায়
একদিন আমি চাঁদকে ছুঁয়েছিলাম
সেইদিন-ই প্রথম, চাঁদের ঐ আলোয়
ব্যাথার ছোঁয়া পেলাম (x2)

আমি হাত দিয়ে যা ছুঁই
তা দুঃখ হয়ে যায়
সেই হাতে কি বলো বন্ধু
তোমায় ছোঁয়া যায়
বলো তোমায় ছোঁয়া যায়(x2)

আমি হাত দিয়ে যা ছুঁই
আমি হাত দিয়ে যা ছুঁই
আমি হাত দিয়ে যা ছুঁই

 

আমি হাত দিয়ে লিরিক্স [ Ami Hat Diye Lyrics ] । হাসান ।  Hasan 

 

Ami Hat Diye Lyrics

Ami haat diye jaii chui
Ta dukho hoye jay
Seii hate ki bolo bondhu
Tomay choya jay
Bolo tomay choya jay

Ekdin ami akash chuye chilam
Sedin e prothom akaser buke
Megher Dekha pelam

Ami haat diye jaii chui
Ta dukho hoye jay
Seii hate ki bolo bondhu
Tomay choya jay

Bolo tomay choya jay
Ekdin ami Chand k chuye chilam
Sedin e prothom chander oii aloy
Bethar choya pelam

Ami haat diye jaii chui
Ta dukho hoye jay
Seii hate ki bolo bondhu
Tomay choya jay
Bolo tomay choya jay

Ami haat diye jaii chui
Ami haat diye jaii chui
Ami haat diye jaii chui

 

আমি হাত দিয়ে লিরিক্স [ Ami Hat Diye Lyrics ] । হাসান ।  Hasan 

আরও দেখুনঃ

 

Leave a Comment