আরেকবার লিরিক্স | arekbar lyrics | shunno band

আরেকবার লিরিক্স : শূন্য বাংলাদেশের জনপ্রিয় অল্টারনেটিভ রক ব্যান্ডগুলোর মধ্যে একটি যা ২০০৭ সালে ঢাকায় গঠিত হয়।এ পর্যন্ত তাদের পাঁচটি একক এবং পাঁচটি মিশ্র অ্যালবাম মুক্তি পেয়েছে। তাদের প্রথম অ্যালবাম নতুন স্রোত ২০০৮ সালে এবং সর্বশেষ অ্যালবাম লটারি ২০১৭ সালে প্রকাশিত হয়।

আরেকবার লিরিক্স | arekbar lyrics | shunno band

Song : Arekbar

Lyrics : Brishty Dessa & Hasib Firoz

Tuned and Composed by : Band

 

আরেকবার লিরিক্স | arekbar lyrics | shunno band

আরেকবার লিরিক্স

আরেকবার একটু যদি
অচেনা পথে,
আমায় ছুঁয়ে যাওয়া
জোছনা হতে,
আরেকবার দিনের শেষে
সূর্য স্নানে এসে,
আমার অনুভবে
স্বপ্ন হয়ে যেতে।
তবে বোলতাম আমি
এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি।
আকাশে তুমি এসে
রোদের ঝাঁপি খুলে
মেঘের ভাঁজে,
নীলের নীলে ভেসে
স্বপ্নে তুলি আঁকে আনমনে।।
আবার যদি হয় পাওয়া
হারাবার সিঁড়ি,
তোমায় নিয়ে হবো আজও
আলোর স্বপ্নচারী।
সেই তুমি একটু যদি
দিতে পথপাড়ি,
আঁধার রাত হয়ে যেত
জোনাকির বাড়ি।
তবে বোলতাম আমি
এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি।
আকাশে তুমি এসে
রোদের ঝাঁপি খুলে
মেঘের ভাঁজে,
নীলের নীলে ভেসে
স্বপ্নে তুলি আঁকে আনমনে।।
YaifwwriN4BzRFCyqbslL4 আরেকবার লিরিক্স | arekbar lyrics | shunno band
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

arekbar lyrics in english :

Arekbar Ektu jodi Ochena pothe
Amay chuye jaowa Jochona hote
Arekbar diner sheshe Surjo snane ese
Amar anubhobe shopno hoye jete
Tobe boltam ami
Esho aaj urai hridoyghuri
Akashe tumi ese
Roder jhapi khule megher vaje
Neeler nile bhese
Shopne tuli anke aanmone
Abar jodi hoy paowa harabar siri
Tomay niye hobo aajo aalor shopnochari
Sei tumi ektu jodi dite pothopari
Andhar raat hoye jeto jonakir bari
আরেকবার লিরিক্স | arekbar lyrics | shunno band

গঠন ও প্রতিষ্ঠা[সম্পাদনা]

ভোকাল ইমরুল করিম এমিল ও লিড গিটারিস্ট শাকের রাজা মিলে ২০০৭ সালে ব্যান্ডটি গড়ে তোলেন। কিছুদিনের মধ্যে বেস গিটারিস্ট এন্ড্রু মাইকেল গোমেজ ও ড্রামার রাফাতুল বারী লাবিব তাঁদের সাথে যোগ দেন। একই বছর ফুয়াদ আল মুকতাদিরের বন্য অ্যালবামের প্রত্যাশা গানের মধ্য দিয়ে শূন্য ব্যান্ডের যাত্রা শুরু। ২০০৮ সালে রঙ নামক মিশ্র অ্যালবামে তাদের স্বপ্নঘুড়ি শিরোনামে একটি গান প্রকাশ পায়। সে বছরই তারা নতুন স্রোত নামে একক অ্যালবাম প্রকাশ করে। পরের বছর প্রকাশিত হয় শূন্যর দ্বিতীয় অ্যালবাম শত আশা। এই অ্যালবামের শত আশা গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ২০১১ ক্রিকেট বিশ্বকাপে গ্রামীণফোন গানটিকে আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করে।

২০১১ সালেই শূন্য প্রকাশ করে তাদের তৃতীয় অ্যালবাম গড়বো বাংলাদেশ। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটরস দলের থিম সংও গায় শূন্য। ২০১৪ সালে প্রকাশিত হয় তাদের চতুর্থ অ্যালবাম ভাগো। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে চলো বাংলাদেশ গানটিতে কণ্ঠ দেয় দলটি।রবি প্রযোজিত দেশপ্রেমিকের গান শিরোনামের একটি গানেও কণ্ঠ দেয় তারা। সর্বশেষ ২০১৭ সালে প্রকাশিত হয় তাদের পঞ্চম অ্যালবাম লটারি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে তাদের আসন্ন ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে উৎসাহিত করার জন্য, তারা চলবে লড়াই গানটিও গেয়েছিল।

আরও দেখুনঃ

Leave a Comment