আর ডেক না সেই মধুনামে ( 1960) [ Ar Deko Na Sei Madhuname ] | সন্ধ্যা মুখোপাধ্যায়
আর ডেক না সেই মধুনামে ( 1960) [ Ar Deko Na Sei Madhuname ] | সন্ধ্যা মুখোপাধ্যায়
গীতিকারঃ প্রণব রায়
সুরকার: রবীন চট্টোপাধ্যায়
প্রথম রেকর্ডের কন্থশিল্পীঃ সন্ধ্যা মুখোপাধ্যায়
আর ডেক না সেই মধুনামে লিরিক্স :
আর ডেকোনা সেই মধু নামে.,
![আর ডেক না সেই মধুনামে ( 1960) [ Ar Deko Na Sei Madhuname ] | সন্ধ্যা মুখোপাধ্যায় 2 আর ডেক না সেই মধুনামে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_232,h_232/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/d374ab729ef3c6654683da904a45f3ec-300x300.png)
আর ডেকোনা সেই মধু নামে.,
যাবার লগনে,কিশোর বেলায়.,
যে নামে ডাকিতে,কেন রাখো মনে,
যাবার লগনে,
আর ডেকোনা সেই মধু নামে।
তোমারি আঘাতে,ঝরেছে যে মালা
তোমারি আঘাতে, ঝরেছে যে মালা,,
ভুলিতে দিও গো মোরে, তারই প্রীতি জ্বালা,
নয়ন কোনে মোর সজল বরষা,
থাকনা গোপনে,যাবার লগনে.,
আর ডেকোনা সেই মধু নামে।
যদি গো মাধবী চাঁদ,ওঠে কোন রাতে,
খুঁজো না আমায়,
যদি গো মাধবী চাঁদ ওঠে কোন রাতে,
খুঁজো না আমায়.,
মন যদি চায় সেকি পায়,
মন যদি চায় সেকি পায়.,
মালার শপথ লাগে বলনা আমারে,
মালার শপথ লাগে বলনা আমারে.,
কাঁদাও কেনগো তুমি, ভালবাস যারে,
তোমারে চাহিয়া তবু,
বেদনা সয়েছি সারাটি জীবনে.,
আর ডেকোনা সেই মধু নামে.,
যাবার লগনে,কিশোর বেলায়.,
যে নামে ডাকিতে,কেন রাখো মনে,
যাবার লগনে.,
আর ডেকোনা সেই মধু নামে।
প্রণব রায়ঃ
![আর ডেক না সেই মধুনামে ( 1960) [ Ar Deko Na Sei Madhuname ] | সন্ধ্যা মুখোপাধ্যায় 3 আর ডেক না সেই মধুনামে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_173,h_187/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/pranab-2-278x300-1.jpg)
প্রণব রায় ১৯৭৫ বাংলা গানের স্বর্ণযুগের প্রখ্যাত কবি ও গীতিকার। বিশ শতকের তিনের ও চারের দশকের আধুনিক ও চিত্রগীতির সবচেয়ে জনপ্রিয় ও প্রবাদ প্রতিম ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এর অন্যতম ছিলেন তিনি। প্রণব রায়ের জন্ম বৃটিশ ভারতের কলকাতার বেহালা বড়িশার সাবর্ণ রায়চৌধুরীর বংশে। পিতা ছিলেন দেবকুমার রায়চৌধুরী। ব্রাহ্ম বয়েজ স্কুল থেকে কৃতিত্বের সাথে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিটি কলেজে ভর্তি হন। ছাত্রাবস্থা থেকেই তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাবশিষ্য ছিলেন এবং তার রচনার প্রতি আকর্ষণ ছিল। এমনিতেই ছোটবেলা থেকে প্রণবের কবিতার প্রতি ভালোবাসা ছিল।
গীতিকার হওয়ার প্রেরণা পেয়েছিলেন কবির কাছ থেকে। তার রচিত চারটি গান কাজী নজরুল ইসলামের অনুমোদনে ১৯৩৪ খ্রিস্টাব্দে শারদীয়ায় হিজ মাস্টার্স ভয়েস রেকর্ডে প্রথম প্রকাশিত হয়। এর মধ্যে কমলা ঝরিয়ার কণ্ঠে তুলসীদাস লাহিড়ীর সুরে দু-টি ভাটিয়ালি গান – ‘ও বিদেশী বন্ধু’ এবং ‘যেথায় গেলে গাঙের চরে’ অসাধারণ জনপ্রিয়তা লাভ করে।
প্রণব রায় ১৯৭৫ খ্রিস্টাব্দের ৭ ই আগস্ট কলকাতায় প্রয়াত হন।
রবীন চট্টোপাধ্যায়ঃ
![আর ডেক না সেই মধুনামে ( 1960) [ Ar Deko Na Sei Madhuname ] | সন্ধ্যা মুখোপাধ্যায় 4 আর ডেক না সেই মধুনামে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_176,h_236/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-27.jpg)
রবিন চট্টোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় সঙ্গীত পরিচালক যিনি প্রায় ৯০ টির বেশি চলচ্চিত্রের জন্য সঙ্গীত দিয়েছিলেন। তিনি ১৯৫০ এবং ১৯৬০ এর দশকে জনপ্রিয় সঙ্গীত রচনা করেছিলেন। রবিন চট্টোপাধ্যায় ১৯৪২ সালের চলচ্চিত্র পরিণীতার সঙ্গীত রচনা থেকে শুরু করেছিলেন ।
রবিন ৮ জানুয়ারি ১৯১৪ সালে বাংলায় জন্মগ্রহণ করেন। তিনি হিন্দুস্তানি সঙ্গীত কোম্পানিতে সঙ্গীত পরিচালক ও প্রশিক্ষক হিসাবে নিযুক্ত হন, তার আগে তিনি সংগীত পরিচালক হিসেবে বাংলা চলচ্চিত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করেছিলেন। তিনি ১৯৪২ সালের চলচ্চিত্র পরিণীতার মাধ্যমে তাঁর প্রথম আত্মপ্রকাশ এবং গানগুলি বেশ জনপ্রিয় হয়েছিল। তিনি বাংলা এবং হিন্দি ভারতীয় চলচ্চিত্রে অনেক নেপথ্য কণ্ঠশিল্পীর সাথে কাজ করেছিলেন। হিন্দি চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে তালাত মেহমুদ রাজলক্ষ্মী (১৯৪৫) চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার সুযোগ করে দিয়েছিলেন।
সন্ধ্যা মুখোপাধ্যায়:
![আর ডেক না সেই মধুনামে ( 1960) [ Ar Deko Na Sei Madhuname ] | সন্ধ্যা মুখোপাধ্যায় 5 আর ডেক না সেই মধুনামে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_312,h_176/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/সন্ধ্যা-মুখোপাধ্যায়ের-দশটি-কালজয়ী-গান-300x169.jpg)
সন্ধ্যা ‘মুখোপাধ্যায় একজন ভারতীয় নেপথ্য গায়িকা এবং সংগীতশিল্পী, বাংলা সঙ্গীত বিশেষজ্ঞ। কলকাতায় জন্মগ্রহণকারী, তিনি ২০১১ সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গবিভূষণ পান এবং ১৯৭০ সালে জয় জয়ন্তী এবং নিশি পদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সন্ধ্যা ‘মুখোপাধ্যায় কলকাতার ঢাকুরিয়াতে ৪ অক্টোবর ১৯৩১ সালে রেলের কর্মকর্তা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং হেমপ্রভা দেবীর ঔরসে জন্মগ্রহণ করেন।
১৯৫০ সালে তারানা চলচ্চিত্রে একটি গান দিয়ে তিনি মুম্বাইতে হিন্দি গান গাওয়া শুরু করেন। তিনি ১৭টি হিন্দি চলচ্চিত্রে নেপথ্য গায়িকা হিসেবে গান গেয়েছিলেন। ব্যক্তিগত কারণে ১৯৫২ সালে তিনি তার কলকাতা শহরের বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। ১৯৬৬ সালে তিনি বাঙালী কবি শ্যামল গুপ্তকে বিয়ে করেন। শ্যামল তার অনেক গানের জন্য কথা লিখে দিয়েছিলেন।
১৯৭১ সালে ‘জয় জয়ন্তী‘ এবং ‘নিশিপদ্ম‘ ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সন্ধ্যা ‘মুখোপাধ্যায়। গান দুটি হল – আমাদের ছুটি ছুটি এবং ওরে সকল সোনা মলিন হল। এছাড়াও ২০১১ সালে ভারত সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ‘ উপাধিতে সম্মানিত করে। ২০২২ সালের জানুয়ারি মাসে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তিনি তা প্রত্যাখ্যান করেন।
![আর ডেক না সেই মধুনামে ( 1960) [ Ar Deko Na Sei Madhuname ] | সন্ধ্যা মুখোপাধ্যায় 6 YaifwwriN4BzRFCyqbslL4 আর ডেক না সেই মধুনামে ( 1960) [ Ar Deko Na Sei Madhuname ] | সন্ধ্যা মুখোপাধ্যায়](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_160,h_120/https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
আরও দেখুনঃ
- দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক (1978) [ Dukkho amar bashor rater palongko ]
- একখান পান চাইলাম [ Ekkhan Pan Chailam ]
- বড় আশা করে লিরিক্স | Boro asha kore lyrics | রবীন্দ্রনাথ ঠাকুর
- একটা বোকা পাখি লিরিক্স | Ekta boka pakhi lyrics | Atif Ahmed Niloy
- কতবার বোঝাবো লিরিক্স | Kotobar bojhabo lyrics | মোহাম্মদ ইরফান আলী
- বাবা গান লিরিক্স | Baba gan lyrics | James