Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

আলো লিরিক্স [ Alo Lyrics ] । তানজির তুহিন । Tanzir Tuhin

আলো লিরিক্স [ Alo Lyrics ]

তানজির তুহিন । Tanzir Tuhin

Prince Mahmud

 

 

তানজির তুহিন (জন্ম ২৬ সেপ্টেম্বর ১৯৭৪) বাংলাদেশী সঙ্গীতশিল্পী, গায়ক-গীতিকার, অভিনেতা এবং স্থপতি। তিনি বাংলা রক ব্যান্ড শিরোনামহীনের সাবেক কণ্ঠশিল্পী ছিলেন।

২০১৭ সালে তিনি শিরোনামহীন ত্যাগ করেন। ২০১৮ সালে নতুন ব্যান্ড আভাস গঠন করেন। সঙ্গীতের পাশাপাশি কয়েকটি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন তিনি।

তানজির চৌধুরী তুহিন ১৯৭৪ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের ঢাকায় জন্ম নেন এবং সেখানে তার ছেলেবেলা কাটে। তিনি ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। তুহিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যকলায় স্নাতক অধ্যয়ন করেন।

তুহিন প্রথম কয়েক বছরের জন্যে বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) নজরুল সঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে অধ্যয়ন করেন। তিনি রবীন্দ্রসঙ্গীতেরও তামিল নিয়েছিলেন।

যেখানে তার সঙ্গীতগুরুদের মধ্যে ছিলেন ওস্তাদ আখতার সাদমানি, কিরণ চন্দ্র রায়, নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং ওস্তাদ নারায়ণ চন্দ্র বসাক। তুহীন পেশায় একজন স্থপতি।

 

 

আলো লিরিক্স [ Alo Lyrics ] । তানজির তুহিন । Tanzir Tuhin

আলো লিরিক্স

এই আলো হাওয়ার মায়া কাটিয়ে
এই জগৎ বাড়ির মায়া কাটিয়ে,
চলে যাবো ভাবতেই,
চোখ .. ভরে আসে।
এই ভালো মন্দেও ভালো থাকা
প্রিয় মুখগুলো বুক জাপটে রাখা,
ফেলে যাবো ভাবতেই
চোখ.. ভরে আসে।
মৃত্যুই সারসত্য জেনে
শিখেছি জীবন ভালোবাসতে,
অপ্রাপ্তি বৃত্ত মেনেই,
ব্যথাটা লুকায় পারি হাসতে।
এই ভালো মন্দেও ভালো থাকা
প্রিয় মুখগুলো বুক জাপটে রাখা,
ফেলে যাবো ভাবতেই
চোখ.. ভরে আসে।
রেখে যাবো সংসারে গান,
এই পিছুটান,
কি করে ছাড়বো ?
ছেলেটাকে বুকেতে জড়ায়,
গাল ভরে চুমু কি খেতে পারবো ?
হুঁ হুঁ, হুঁ হুঁ
এই পথভ্রমণ পাঠ সরবে
বিস্মৃতির অতল গর্ভে,
হারাবো ভাবতেই
চোখ.. ধরে আসে।
শ্রেণিহীন কবিতা অরন্য, লোকারণ্য
কোথায় পাবো ?
এই মাটি জল নীল-আকাশ,
বুক ভরা বাতাস কি নিতে পারবো?
নির্মাণের এই মায়াজাল ছিড়ে
যাবো না যাবো না ভাবে মন।
ফসল বেঁধে বাঁধি প্রানের ঘাঁটি
সে প্রানেই পূর্ণ প্রলোভন।
এই পথভ্রমণ পাঠ সরবে
বিস্মৃতির অতল গর্ভে,
হারাবো ভাবতেই,
চোখ.. ধরে আসে।
এই আলো হাওয়ার মায়া কাটিয়ে
এই জগৎ বাড়ির মায়া কাটিয়ে,
চলে যাবো ভাবতেই,
চোখ ভরে আসে।
এই ভালো মন্দেও ভালো থাকা,
প্রিয় মুখগুলো বুক জাপটে রাখা,
ফেলে যাবো ভাবতেই
চোখ ভরে আসে।

Alo Lyrics

Ei Aalo Hawar Maya Katiye
Ei Jogot Barir Maya Katiye
Chole Jabo vabtei
Chokh Vore Ashe
Ei Valo Mondeo Valo thaka
Priyo Mukhgulo Buk Japte Rakha
Fele Jabo Bhabtei
Chokh Bhore Ashey
Mrittui Sarsotto Jene
Shikhechi Jibon Valobaste
Oprapti Britto Menei
Bethata Lukay Pari haaste
Ei Bhalo Mondeo Bhalo thaka
Priyo Mukhgulo Buk Japte Rakha
Fele Jabo Vabtei
Chokh Vore Ase
Rekhe Jabo Songsar e Gaan
Ei Pichutan Ki Kore Charbo?
Cheletake Bukete Joray
Gaal Vore Chumu Ki Khete Parbo?
Ei Pothobhromon Paath Sorobe
Bismritir Otol Gorve
Harabo vabtei Chokh Dhore Ashey
Sreniheen Kobita Oronno Lokaronno
Kothay pabo?
Ei Mati Jol Neelakash
Buk Vora Batas Ki Nite Parbo?
Nirmaner Ei Mayajaal chire
Jabo Na Jabo Na vabe Mon
Fosol Bedhe Badhi Praaner Ghati
Sei Praanei Purno Prolobhon
আলো লিরিক্স [ Alo Lyrics ] । তানজির তুহিন । Tanzir Tuhin

আরও দেখুনঃ

Exit mobile version