Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

আল্লাদিয়া ঘরানা | গীত ঘরানা, কণ্ঠশিল্পী বা গানের ঘরানা | সঙ্গীতের ঘরানা

আল্লাদিয়া ঘরানা [ Alladiya Gharana ]: বরোদা রাজসভার স্বনামখ্যাত গায়ক সংগীতজ্ঞ ওস্তাদ আল্লাদিয়া খা (১৮৫৫-১৯৪৬) নিজ প্রতিভার গুণে এক নতুন গায়নশৈলী উদ্ভাবন করেন। তাঁরই নামানুসারে এই সংগীতধারাটির নামকরণ করা হয়েছে ‘আল্লাদিয়া ঘরানা’ । ওস্তাদজির জন্মস্থান জয়পুর এবং কথিত আছে যে তাঁর পূর্বপুরুষগণ ছিলেন হিন্দু ধর্মাবলম্বী।

ওস্তাদ আল্লাদিয়া খা

মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে তাঁরা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আপন চাচা ওস্তাদ জাহাঙ্গীর খাঁ সাহেবের কাছে তিনি সংগীতশিক্ষা লাভ করেন। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে মহারাষ্ট্রে সংগীতগুরু হিসেবে ওস্তাদ আল্লাদিয়া খাঁর ব্যাপক নামডাক ছড়িয়ে পড়ে। আল্লাদিয়া ঘরানার গায়নশৈলী বেশ কঠিন প্রকৃতির এবং এই গায়কি আয়ত্ত করা বেশ শ্রমসাধ্য ব্যাপার।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সাধারণত অপ্রচলিত রাগের প্রতি এই ঘরানার শিল্পীবৃন্দের অতিমাত্রায় আসক্তি পরিলক্ষিত হয়। এঁদের তানকর্তব রাগের চলনের মতোই এবং এই ঘরানায় ঠুংরির তেমন প্রচলন নেই। আল্লাদিয়া ঘরানার উজ্জ্বল রত্নদের মধ্যে ওস্তাদজির পুত্র মঞ্জিল খাঁ, শংকর রাও, গোবিন্দ রাও তোম্বে, আজম বাঈ, শ্রীমতি কেশর বাঈ কেরকর, মঘু বাঈ কুদিকর, ভাস্কর বুয়া বোখলে, ভুরজি খাঁ প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য নাম।

আল্লাদিয়া ঘরানার বৈশিষ্ট্য [ Speciality of Alladiya Gharana ] :

 

আরও দেখুন:

Exit mobile version