আল্লাহকে যে পাইতে চায় লিরিক্স [ ALLAH KE JE PAITE CHAI LYRICS ]
নজরুল গীতি
নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৫৬০০-এরও বেশি গান রচনা করেছেন। পৃথিবীর কোনো ভাষায় একক হাতে এত বেশি সংখ্যক গান রচনার উদাহরণ নেই।
এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত। তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি।
পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে। তবে তিনি প্রায়শ তাৎক্ষণিকভাবে লিখতেন; একারণে অনুমান করা হয় প্রয়োজনীয় সংরক্ষণের অভাবে বহু গান হারিয়ে গেছে।
ফারজানা আলী মীম
আল্লাহকে যে পাইতে চায় লিরিক্স [ ALLAH KE JE PAITE CHAI LYRICS ] । নজরুল গীতি । ফারজানা আলী মীম
আল্লাহ কে যে পাইতে চায়,
হযরত কে ভালবেসে..
আল্লাহ কে যে পাইতে চায়,
হযরত কে ভালবেসে।
আরশ কুর্সী..লওহে ছালাম ..
না চাইতেই পেয়েছে সে।
আরশ কুর্সী..লওহে ছালাম
না চাইতেই পেয়েছে সে।
আল্লাহ কে যে পাইতে চায়।
হযরত কে ভালবেসে…
রসুল নামের রশি ধ’রে..
যেতে হবে খোদার ঘরে..
রসুল নামের রশি ধ’রে..
যেতে হবে খোদার ঘরে..
নদী তরঙ্গে, যে পড়েছে, ভাই
নদী তরঙ্গে, যে পড়েছে, ভাই
দরিয়াতে সে, আপনি মেশে।
আল্লাহ কে যে পাইতে চায়।
হযরত কে ভালবেসে..
আল্লাহ কে যে পাইতে চায়।
হযরত কে ভালবেসে..
তর্ক করে..দুঃখ.. ছাড়া…
কী..পেয়েছিস, অবিশ্বাসী..
তর্ক করে..দুঃখ.. ছাড়া…
কী..পেয়েছিস, অবিশ্বাসী..
কী পাওয়া যায়..দেখনা বারেক,
হযরতেমোর ভালবাসি..
এই দুনিয়ায় দিবা- রাতি
ঈদ হবে তোর নিত্য সাথী,
এই দুনিয়ায় দিবা- রাতি
ঈদ হবে তোর নিত্য সাথী,
তুই যা চাস তাই পাবি রে ভাই
তুই যা চাস তাই পাবি রে ভাই
আহমদ চান, যদি হেসে।
আল্লাহ কে যে পাইতে চায়,
হযরত কে ভালবেসে..
আল্লাহ কে যে পাইতে চায়,
হযরত কে ভালবেসে..
আরশ কুর্সী..লওহে ছালাম
না চাইতেই পেয়েছে সে।
আরশ কুর্সী..লওহে ছালাম
না চাইতেই পেয়েছে সে।
আল্লাহ কে যে পাইতে চায়।
হযরত কে ভালবেসে…
আরও দেখুনঃ
মাঝে মাঝে তব দেখা পাই | রবীন্দ্রনাথ ঠাকুর
অনিকেত প্রান্তর লিরিক্স [ Oniket prantor lyrics ,2006 ] আর্টসেল ব্যান্ড [ Artcell Band]