আল্লাহ আমার লিরিক্স [ Allah Aamar Lyrics ]
Shesh Theke Shuru
অর্ক । Arko
আরকো প্রাভো মুখার্জি, যিনি আরকো নামেও পরিচিত, হলেন একজন ভারতীয় গায়ক-গীতিকার এবং সঙ্গীত সুরকার যিনি 2012 সাল থেকে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। জিসম 2 ছিল একজন সঙ্গীত রচয়িতা এবং গীতিকার হিসাবে তার প্রথম চলচ্চিত্র।
আল্লাহ আমার লিরিক্স [ Allah Aamar Lyrics ] । Shesh Theke Shuru । অর্ক । Arko
আল্লাহ আমার লিরিক্স
ও আল্লাহ আমার,
কত করেছি যে আরজি
বুঝিনা তোমার, কি যে মর্জি।
দিন ভালোবাসা, ওগো দাওনা ফিরিয়ে
বলো তাকে ছাড়া, বাঁচবো কি নিয়ে।
ঘরে ফিরবেই একদিন নদী
প্রেম বুঝলে সে খুঁজবে দরদী,
দাওনা তাকে ফিরিয়ে একটি বার।
জানি আকাশ পাইনা ছুঁতে মাটি
তবু মনতো মানেনা তাই হাঁটি,
যদি পথের ধারে পেয়ে যাই দেখা তার।
ও আল্লাহ আমার,
কত করেছি যে আরজি
বুঝিনা তোমার, কি যে মর্জি।
দিন ভালোবাসা, ওগো দাওনা ফিরিয়ে।
বলো তাকে ছাড়া, বাঁচবো কি নিয়ে।
মেঘলা, দিনে আকাশ জুড়ে দাবি
মন রে, সামলে তাকাস পুড়ে যাবি
না পুড়লে কিসের ভালোবাসা
ভাঙে মন, তবু ভাঙেনা যে আশা
সে ছাড়া আর কেউ নেই যে আমার।
জানি আকাশ পায়না ছুঁতে মাটি
তবু মনতো মানেনা তাই হাঁটি,
যদি পথের ধারে পেয়ে যাই দেখা তার।
ও আল্লাহ আমার,
কত করেছি যে আরজি
হ্যাঁ বুঝিনা তোমার, কি যে মর্জি।
দিন ভালোবাসা, ওগো দাওনা ফিরিয়ে
বলো তাকে ছাড়া, বাঁচবো কি নিয়ে।
Allah Aamar Lyrics
O Allah Amar Koto korechi je Arji
Bujhina tomar ki je Marji
Din bhalobasa, Ogo daona firiye
Bolo take chara, Banchbo ki niye
Ghore phirbei ekdin nodi
Prem bujhle se khujbe dorodi
Daona take firiye Ektibar
Jani akash payna chute maati
Tobu mon toh manena tai haati
Jodi pother dhare peye jai dekha taar
আল্লাহ আমার লিরিক্স [ Allah Aamar Lyrics ] । Shesh Theke Shuru । অর্ক । Arko
আরও দেখুনঃ