আল্লাহ তুমি লিরিক্স [ ALLAH Tumi Lyrics ]
Shahabuddin Shihab
আল্লাহ তুমি লিরিক্স [ ALLAH Tumi Lyrics ] । শাহাবুদ্দিন শিহাব । Shahabuddin Shihab
আল্লাহ তুমি লিরিক্স
আল্লাহ্ তুমি অপরূপ
না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রাণ
সঁপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ
না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রাণ
সঁপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ..।
তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সূরূজ জেগে ওঠে
তোমার ডাকে সারা দিতে
তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সূরূজ জেগে ওঠে
তোমার ডাকে সারা দিতে ,
তুমি আছো বুকের গভীর
গহীন ভেতর..
আল্লাহ্ তুমি অপরূপ
না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রাণ
সঁপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ
না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রাণ
সঁপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ…।
এই দুনিয়ার মালিক তুমি
তুমি মেহেরবান
বৃক্ষ লতা সাগর নদী
সবই তোমার দান ,
এই দুনিয়ার মালিক তুমি
তুমি মেহেরবান
বৃক্ষ লতা সাগর নদী
সবই তোমার দান
তোমার পথে চলি যেনো
সারাটি জীবন ভর..
আল্লাহ্ তুমি অপরূপ
না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রাণ
সঁপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ
না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রাণ
সঁপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ…।
আল্লাহ তুমি লিরিক্স [ ALLAH Tumi Lyrics ] । শাহাবুদ্দিন শিহাব । Shahabuddin Shihab
আরও দেখুনঃ