আহারে জীবন লিরিক্স | doob | chirkut | sharmin sultana sumi
২০০২ সালে চির’কুট ব্যান্ডের জন্ম। এরপর গানে সুরে বেড়ে ওঠা। জন্মের আট বছর পর অর্থাৎ ২০১০ সালে চির’কুট তাদের প্রথম অ্যালবামটি প্রকাশ করে। এই দীর্ঘ সময় চির’কুট নিজেকে গুছিয়ে গড়া অ্যালবামটির নাম ‘চির’কুটনামা’।
আহারে জীবন লিরিক্স
কন্ঠশিল্পীঃ শারমিন সুলতানা সুমি
ব্যান্ডঃ চিরকুট
কার্নিশে ভুল, অবেলা বকুল
থাকো ছুঁয়ে একুল ওকুল
থাকো ছুঁয়ে, শহুরে বাতাস
ছুঁয়ে থাকো নিয়ন আকাশ
আবছায়া চলে যায় হিজলের দিন
অভিমান জমে জমে আমি ব্যথাহীন।
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন।
আহা পারতাম, যদি পারতাম
আঙুলগুলো ছুঁয়ে থাকতাম
বিষাদেরই জাল টালমাটাল
এ কোন দেয়াল, এ কোন আড়াল
ছাই হয় গোধূলি কারে যে বলি
এ কোন শ্রাবণ আজ বয়ে চলি।
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন।
আহা সংশয়, যা হবার হয়
বোঝেনা হৃদয় কত অপচয়
কংক্রিট মন, মিছে আলাপন
বিসর্জনে ক্লান্ত ভীষণ
মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ
ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলের নিনাদ।
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন..
ahare jibon lyrics in english
Karnishe bhul obela bokul
Thako chuye ekul-okul
Tahko chuye shohure batash
Chuye thako niyon akaash
Abchaya chole jaay hijoler din
Obhimaan jome jome
ami betha-heen
Ahare Jibon Aha Jibon
Jole bhasa poddo jemon
Ahare Jibon Aha Jibon
Jole bhasa padmo jibon
Aha paritam jodi paritam
Aangul gulo chuye thaktam
Bishader jaal taal-matal
E kon dewal e kon aaral
Chaai hoy godhuli kare je boli
E kon shrabon aaj boye choli
চিরকুট:
২০০২ সালে চির’কুট ব্যান্ডের জন্ম। এরপর গানে সুরে বেড়ে ওঠা। জন্মের আট বছর পর অর্থাৎ ২০১০ সালে চিরকুট তাদের প্রথম অ্যালবামটি প্রকাশ করে। এই দীর্ঘ সময় চিরকুট নিজেকে গুছিয়ে গড়া অ্যালবামটির নাম ‘চিরকুটনামা’। অ্যালবামটির গানগুলো হচ্ছে—’খাজনা’, ‘কাটাকুটি’, ‘বন্ধু’, ‘আমি জানি না’, ‘ছোট্ট নদী’, ‘দয়াল’, ‘ফুল ফোটা গান’, ‘ঘরে ফেরা’। এগুলোর মধ্যে ‘খাজনা’ গানটি শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। শুধু তাই নয়, গানটির মিউজিক ভিডিও ইউটিউব সাফল্য পেয়ছে। চির’কুটের কাছ থেকে জানা যায়, তাদের ইউটিউব সাফল্য দেখে মিউজিক চ্যানেল এমটিভিও এই গানটি প্রচারের প্রস্তাব দিয়েছিল।
চির’কুটের প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’
চির’কুটের প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’। ব্যান্ডের নাম ‘চির’কুট’ ব্যান্ডের ভোকাল সুমির দেয়া। নভেম্বর, ২০১৬ তে সালে ক্যারিয়ার গড়তে পিন্টু ঘোষ চির’কুট ব্যান্ড ত্যাগ করেন।
আরও দেখুনঃ