ইমরান মাহমুদুল হচ্ছেন একজন বাংলাদেশী গীতিকার ও প্লেব্যাক গায়ক, যিনি অনেকগুলো ভিন্ন অ্যালবাম ও চলচ্চিত্রের জন্য গান পরিবেশন করেছেন। তিনি ২০০৮ চ্যানেল-আই সেরা কণ্ঠে প্রথম-রানার্স আপ হয়েছিলেন। তিনি বসগিরি (২০১৬) চলচ্চিত্রের “দিল দিল দিল”, পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রের “ওহে শ্যাম”, এবং বিশ্বসুন্দরী (২০১৯) চলচ্চিত্রের “তুই কি আমার হবি রে” গানের জন্য শ্রেষ্ঠ গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।তার প্রথম স্টুডিও অ্যালবাম হচ্ছে “স্বপ্নলোকে”।
প্রারম্ভিক জীবন
ইমরান মাহমুদুল আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। চ্যানেল আই সেরা কন্ঠ-২০০৮ এর জন্য তিনি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।
কর্মজীবন
২০০৮-এ সাবিনা ইয়াসমিনের সঙ্গে “ভালবাসার লাল গোলাপ” চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর আরফিন রুমির হাত ধরে প্রথম একক অ্যালবাম রিলিজ করেন ২০১১ সালে। তিনি আরও “চ্যানেল আই সেরাকন্ঠ” এর আরেকজন প্রতিযোগী “শারমিন” এর সঙ্গে “রংধনু” নামের একটি মিশ্র অ্যালবামে গান পরিবেশন করেন। তার প্রথম স্টুডিও অ্যালবাম হচ্ছে “স্বপ্নলোকে” যেটি রচনা করেছেন আরেফিন রুমি, মাহমুদ সানি এবং তিনি নিজে। সাবিনা ইয়াসমিন, নিজু, এবং সাবরিনা পড়শী ও তারসঙ্গে এই অ্যালবামে কাজ করেছেন।
সঙ্গীতশিল্পী থেকে সঙ্গীত পরিচালক হিসেবেও পরিচিতি পান দ্রুত। ২০১৩ সালে নিজের সুর ও সঙ্গীতে প্রকাশ করেন অ্যালবাম ‘তুমি’। সহশিল্পী ছিলেন পূজা, ন্যান্সি, নওমি ও মিলন। এরপর আরো ৩টি গান রিলিজ করেন ইমরান। অ্যালবামগুলো ‘বলতে বলতে চলতে চলতে (২০১৫)’, ‘মন করিওর (২০১৬)’, ‘বাহুডোর (২০১৬)’।ইমরানের প্রথম জনপ্রিয় গান ‘তুমি দূরে দূরে থেকো না’। এই গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দেন বাঁধন। এরর ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি ইমরারে ক্যারিয়ারকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়।
অ্যালবামের পাশাপাশি সিনেমার গানেও জনপ্রিয়তা পান ইমরান। এখন পর্যন্ত অর্ধশতাধিক গানের কণ্ঠ দিয়েছেন তিনি। তার উল্লেখযোগ সিনেমার গানগুলোর মধ্যে রয়েছে শূন্য থেকে আসে প্রেম (ছুঁয়ে দিলে মন), রাতভোর (সম্রাট), ‘দিল দিল দিল (বসগিরি), ‘মন জানে (দুলাভাই জিন্দাদবাদ), কোনো মানে নেই তো (বসগিরি), মন বলেছে (নূরজাহান), জোয়ার ভেসে (মেঘকন্যা)। ভারত বাংলা ‘সুলতান’ চলচ্চিত্রের মন তোর হয়েছে এই গানটি ও তিনি গিয়েছিলেন।বাংলা গানের পাশাপাশি তিনি অনেক হিন্দি গান গেয়েছেন। তার নিজের গানে সে অসংখ্য মডেল করেছেন ।
পুরস্কার
তিনি ‘বসগীরি’ চলচ্চিত্রের দিল দিল দিল গানের জন্য ২০১৬ এর সেরা গায়ক হিসেবে এবং ‘পোড়ামন-২’ চলচ্চিত্রের ওহে শ্যাম গানের জন্য সেরা গায়ক হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন ।তিনি ভারত-বাংলাদেশ ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রের সোহাগ রে গানটির মাধ্যমে শ্রেষ্ঠ নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছিলেন।
আরও দেখুনঃ