Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

এই তো সেদিন তুমি আমারে বোঝালে – মান্না দে ও পুলক বন্দ্যোপাধ্যায়

মান্না দে 2 এই তো সেদিন তুমি আমারে বোঝালে - মান্না দে ও পুলক বন্দ্যোপাধ্যায়

“এই তো সেদিন তুমি আমারে” গানটি মান্না দে-র গাওয়া একটি জনপ্রিয় আধুনিক বাংলা গান, যার কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছেন মান্না দে নিজেই। ১৯৬৬ সালে প্রকাশিত এই গানটি বাংলা গানের জগতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত।

এই গানটি শোনার অভিজ্ঞতা বিসয়ে পন্ডিত অজয় চক্রবর্তী লিখেছিলেন – সত্যি বলছি, গান শেষ হয়ে যাবার বহুক্ষণ পরেও কি রকম যেন ঘোর থেকে গেল। রেকর্ড বাজতে থাকল— ‘এই তো সেদিন তুমি আমারে বোঝালে— আমার অবুঝ বেদনা…’ —জানলাম শিল্পীর নাম মান্না দে। গান আমি ছোটবেলা থেকেই গাইতাম— শেখা-রেওয়াজ সবই চলছে জোর কদমে। সঙ্গীতের ছাত্র হিসাবে সুরের আনাগোনা— অলংকার— বিন্যাস এগুলোই আকর্ষণ করত বিশেষভাবে। গান শুনলে সুরটা যেন কী ভাবে মনে থেকে যেত। সুরটাই গুন গুন করতাম সারাদিন। কিন্তু মান্নাবাবুর এই গানগুলো শোনার পরে খুব অদ্ভুতভাবে লক্ষ্য করলাম— শুধু সুর নয় কথাটাও মনের ভিতর ঘুরপাক খাচ্ছে। শিল্পী যেন কী এক জাদুবলে গানের কথাগুলোকে মনের মধ্যে গেঁথে দিয়েছেন। কেন এমন হল? এমন তো আগে হয়নি কখনো। আমার কিশোর মনের গভীরে কী যে আলোড়ন— সে কথা আজও স্পষ্ট মনে পড়ে।

 

এই তো সেদিন তুমি আমারে বোঝালে

এই তো সেদিন তুমি আমারে বোঝালে,
আমার অবুঝ বেদনা।
দুটি হাত ধরে আমি তোমায় বলেছি —
“এ শুধু আমার তুমি, কেঁদো না, কেঁদো না।”

তোমার প্রেমের কাছে চিরঋণী করে,
আরো কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে।

কণাটুকু তার আমি শুধিতে পারিনি,
ব্যথা দিয়ে তাই আর বেঁধো না, বেঁধো না।

অনেক হারাতে হল জীবনে তোমার,
সেই অপরাধে আমি অপরাধী।
এবার একলা আমি কাঁদি।

বিদায় নেবার আগে, বলে যেতে চাই —
তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই।

স্বরলিপি ভুল করা শেষের এ গান,
স্মৃতির এ বিনয়, আর সেধো না।

মান্না দে’র গাওয়া এই তো ….

 

পন্ডিত অজয় চক্রবর্তীর গাওয়া এই তো ….

https://youtu.be/HpmXJkxXB_8?si=fwW4QBL6PTbZGTIn

 

 

Exit mobile version