এই বিদায়ে লিরিক্স [ Ei bidaye Lyrics ]
আর্টসেল । Artcell
আর্টসেল (ArtCell বা Artcell) বাংলাদেশের একটি প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড। তারা অন্যান্য ধারার সঙ্গীতের উপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা চালিয়েছে। ২০১৯ সালে ব্যান্ডটির ২০ বছর পূর্ণ হয় ।
আর্টসেল ১৯৯৯ সালের আগস্ট মাসে গঠিত হলেও একই বছরে অক্টোবর মাসে তারা আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে। সেপালচুরা, ড্রিম থিয়েটার, মেটালিকা, পিংক ফ্লয়েড ও প্যান্টেরা ব্যান্ড তাদের মূল অণুপ্রেরণা।
তারা প্রাথমিক অবস্থায় আন্ডারগ্রাউন্ড কনসার্টে একদম মেটালিকাকে পুরোপুরি কাভার করত। তারা অ্যালবাম প্রকাশের আগেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠে।
মিশ্র অ্যালবামে তাদের গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।তাদের প্রথম এবং দ্বিতীয় উভয় অ্যালবামই তাদের শ্রোতা ও সমালোচক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়। আর্টসেল ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী এবং ভারতে বেশ কিছু কনসার্টে অংশ নেয়।
এই বিদায়ে লিরিক্স [ Ei bidaye Lyrics ] । আর্টসেল । Artcell
এই বিদায়ে লিরিক্স
ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো
ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা
আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে
তোমার চিহ্ন তবু রবে বেঁচে
তোমার অনেক ফেলে আসা
ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা
আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে
তোমার চিহ্ন তবু রবে বেঁচে
নিয়ত স্মরণের বেড়াজালে
অধীর অপেক্ষার শেষে
প্রয়াত আগামীর স্মৃতি ঘুরে
বিদায় আসবে অবশেষে
তুমি নীল শব্দ শুনে নির্জনে
ধূসর ধুলো জমা সময়ে
নিহত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে …
হারিয়ে যাও যতদুরে
আসবে তবু ফিরে
আবার অজানায়
অবিরত মলিন ক্ষত
মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে
তুমি নীল শব্দ শুনে নির্জনে
ধূসর ধুলো জমা সময়ে
নিহিত স্বপ্নগুলো সহসা
আলো জ্বেলে …
হারিয়ে যাও যতদুরে
আসবে তবু ফিরে
আবার অজানায়
অবিরত মলিন ক্ষত
মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা
প্রয়াত আগমনে
যা কিছু ছিলো থেমে থাকা
আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে
তোমার চিহ্ন তবু রবে বেঁচে
তোমার অনেক ফেলে আসা
ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা
চোখের আলো ঘিরে
থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা
আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে
তোমার চিহ্ন তবু রবে বেঁচে
Ei bidaye Lyrics
Tomar Onek Fele Asha
Dhusor Dhulo Joma Shomoye
Nirob Ceye Thaka Cokher Alo
Ghire Thakbe Jeno Tomake
Ja Kichu Chilo Theme Thaka
Abar Thambe Ei Bidaye
Amar Opar Shimanate
Tomae Chinno Tobu Robe Beche
Tomar Onek Fele Asha
Dhusor Dhulo Joma Shomoye
Nirob Ceye Thaka Cokher Alo
Ghire Thakbe Jeno Tomake
Ja Kichu Chilo Theme Thaka
Abar Thambe Ei Bidaye
Amar Opar Shimanate
Tomae Chinno Tobu Robe Beche
Niyoto Shoroner Berajale
Odhir Opekkhar Sheshe
Proyato Agamir Smiri Ghure
Bidaye Asbe Obosheshe
Tumi Neel Shobdo Shune Nirjone Dhusor Dhulo Joma Shomoye
Nihoto ShopnoGulo SohoSa Alo Jele
Hariye Jao Jotodure
Asbe Tobu Fire
Abar Ojanay
Obiroto Nolin Khoto
Muche Fele CiroTore
Tomar Oshar Theme Thaka Proyato Agomone
Tumi Neel Shobdo Shune Nirjone Dhusor Dhulo Joma Shomoye
Nihoto ShopnoGulo SohoSa
Alo Jele
Hariye Jao Jotodure
Asbe Tobu Fire
Abar Ojanay
Obiroto Nolin Khoto
Muche Fele CiroTore
Tomar Oshar Theme Thaka
Proyato Agomone
Ja Kichu Chilo Theme Thaka
Abar Thambe Ei Bidaye
Amar Opar Shimanate
Tomae Chinno Tobu Robe Beche
Tomar Onek Fele Asha
Dhusor Dhulo Joma Shomoye
Nirob Ceye Thaka Cokher Alo
Ghire Thakbe Jeno Tomake
Ja Kichu Chilo Theme Thaka
Abar Thambe Ei Bidaye
Amar Opar Shimanate
Tomae Chinno Tobu Robe Beche
এই বিদায়ে লিরিক্স [ Ei bidaye Lyrics ] । আর্টসেল । Artcell