এই বুকে বইছে লিরিক্স [ Ei Buke Boiche Lyrics ] । মনির খান ও কনক চাপা

এই বুকে বইছে লিরিক্স [ Ei Buke Boiche Lyrics ]

মনির খান ও কনক চাপা

 

 

 

মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ১৯৯৬ সালে তোমার কোন দোষ নেই নামক একক অ্যালবাম নিয়ে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করেন। সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি ৪২টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্ৰকাশ করেছেন।

 

এই বুকে বইছে লিরিক্স [ Ei Buke Boiche Lyrics ] । মনির খান ও কনক চাপা

 

এই বুকে বইছে লিরিক্স

এই বুকে বইছে যমুনা

নিয়ে অথৈ প্রেমের জল

তার তীরে গড়বো আমি

আমার প্রেমের তাজমহল

এই বুকে বইছে যমুনা

নিয়ে অথৈ প্রেমের জল

তার তীরে গড়বো আমি

 

 

         আমার প্রেমের তাজমহল

         আমার প্রেমের তাজমহল

         আমার প্রেমের তাজমহল

         আমার প্রেমের তাজমহল

         আমার প্রেমের তাজমহল

জানে ঈশ্বর জানে আল্লাহ

তোমার প্রেমের কত মূল্য

কিছু সৃষ্টি হয়নি ধরা

তোমার প্রেমের সমতূল্য

           জানে ঈশ্বর জানে আল্লাহ

           তোমার প্রেমের কত মূল্য

           কিছু সৃষ্টি হয়নি ধরা

          তোমার প্রেমের সমতূল্য

জানে ঈশ্বর জানে আল্লাহ

তোমার প্রেমের কত মূল্য

কিছু সৃষ্টি হয়নি ধরা

তোমার প্রেমের সমতূল্য

          এই প্রেম যে কত গভীর

          খুজে পায় না কোন তল

           তার তীরে গড়বো আমি

           আমার প্রেমের তাজমহল

            এই বুকে বইছে যমুনা

            নিয়ে অথৈ প্রেমের জল

            তার তীরে গড়বো আমি

আমার প্রেমের তাজমহল

আমার প্রেমের তাজমহল

আমার প্রেমের তাজমহল

আমার প্রেমের তাজমহল

আমার প্রেমের তাজমহল

             আছে মসজিদ, আছে গীর্জা

             সেথায় গেলে হয় পূণ্য

             তোমার সত্য ভালোবাসা

             ছুঁতে পারে মহাশূন্য

আছে মসজিদ, আছে গীর্জা

সেথায় গেলে হয় পূণ্য

তোমার সত্য ভালোবাসা

ছুঁতে পারে মহাশূন্য

           এই প্রেম যে কত গভীর

            খুজে পায় না কোন তল

            তার তীরে গড়বো আমি

            আমার প্রেমের তাজমহল

এই বুকে বইছে যমুনা

নিয়ে অথৈ প্রেমের জল

তার তীরে গড়বো আমি

আমার প্রেমের তাজমহল

এই বুকে বইছে যমুনা

নিয়ে অথৈ প্রেমের জল

তার তীরে গড়বো আমি

           আমার প্রেমের তাজমহল

          আমার প্রেমের তাজমহল

          আমার প্রেমের তাজমহল

          আমার প্রেমের তাজমহল

          আমার প্রেমের তাজমহল

Ei Buke Boiche Lyrics

Ei buke boiche jamun

Niye otoi premer jol

Tari tire gorbo ami

Amar premer tajmahal

Ei buke boiche jamun

 

 

Niye otoi premer jol

Tari tire gorbo ami

Amar premer tajmahal

Amar premer tajmahal

Amar premer tajmahal

Amar premer tajmahal

Amar premer tajmahal

jane ishor jane Allah

Tumar premer koto mullo

kichu sristi hoy ni doray

Tumar premer somotullo

jane ishor jane Allah

Tumar premer koto mullo

kichu sristi hoy ni doray

Tumar premer somotullo

ei prem je koto gobir

khuje payna kuno tol

Tari tire gorbo Ami

Amar premer Tajmahal

ei buke boiche jamuna

niye otio premer jol

Tari tire gorbo Ami

Amar premer Tajmahal

Amar premer Tajmahal

Amar premer Tajmahal

Amar premer Tajmahal

Amar premer Tajmahal

এই বুকে বইছে লিরিক্স [ Ei Buke Boiche Lyrics ] । মনির খান ও কনক চাপা

কনকচাঁপা (জন্ম: ১১ সেপ্টেম্বর, ১৯৬৯) বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে।

 

 

তিনি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

Leave a Comment