এই বুকে বয়েছে লিরিক্স | Ei Buke Boyeche Jomuna Lyrics | Monir Khan | Kanak Chapa

এই বুকে বয়েছে লিরিক্স। এই বুকে বয়েছে যমুনা গানটি প্রেমের তাজমহল ( Premer Tajmohol) ছবির গান। এই গানটিতে কন্ঠ দিয়েছেন মনির খান ও কনকচাঁপা।

এই বুকে বয়েছে যমুনা লিরিক্স | Ei Buke Boyeche Jomuna Lyrics | Monir Khan | Kanak Chapa

 

এই বুকে বয়েছে যমুনা লিরিক্স | ei buke boyeche jomuna lyrics | monir khan | kanak chapa

এই বুকে বয়েছে লিরিক্স

এই বুকে বয়েছে যমুনা, নিয়ে অথৈ প্রেমের জল,
তার তীরে গড়বো আমি, আমার প্রেমের তাজমহল। (২)
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।।

জানে ঈশ্বর, জানে আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য,
কিছু সৃষ্টি হয় নি ধরায়, তোমার প্রেমের সমতুল্য। (২)
এই প্রেম যে কত গভীর খুজে পায় না কোন তল!
তার তীরে গড়বো আমি, আমার প্রেমের তাজমহল।
এই বুকে বয়েছে যমুনা, নিয়ে অথৈ প্রেমের জল,
তার তীরে গড়বো আমি, আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।।

আছে মসজিদ, আছে গির্জা, সেথা গেলে হয় যে পূণ্য,
তোমার সত্য ভালবাসা ছুতে পারে মহাশূন্য। (২)
এই প্রেম যে কত গভীর খুজে পায় না কোন তল!
তার তীরে গড়বো আমি, আমার প্রেমের তাজমহল।
এই বুকে বয়েছে যমুনা, নিয়ে অথৈ প্রেমের জল,
তার তীরে গড়বো আমি, আমার প্রেমের তাজমহল।

এই বুকে বয়েছে যমুনা, নিয়ে অথৈ প্রেমের জল,
তার তীরে গড়বো আমি, আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।।

ei buke boyeche jomuna lyrics

Ei buke royece jomuna , niye athoy premer jol
tar tire gorbo ami amar premer tajmohol (2)
Amar premer tajmohol
Amar premer tajmohol
Amar premer tajmohol
Amar premer tajmohol

jane issor, jane allah, tomar premer koto mullo
kisu sristy hoyni dhoray, tomar premer somotullo
ei prem je koto govir khuje pay na kono tol
tar tire gorbo ami amar premer tajmohol
Ei buke royece jomuna , niye athoy premer jol
tar tire gorbo ami amar premer tajmohol (2)
Amar premer tajmohol
Amar premer tajmohol
Amar premer tajmohol
Amar premer tajmohol

 

 

এই বুকে বয়েছে যমুনা লিরিক্স | ei buke boyeche jomuna lyrics | monir khan | kanak chapa

 

মনির খান:

মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ১৯৯৬ সালে তোমার কোন দোষ নেই নামক একক অ্যালবাম নিয়ে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করেন। সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি ৪২টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্ৰকাশ করেছেন।

তিনি ৩ বার শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) অর্জন করেন,[৩] বিজয়ী চলচ্চিত্রের নাম যথাক্রমে: প্রেমের তাজমহল (২০০১), লাল দরিয়া (২০০২) ও দুই নয়নের আলো (২০০৫)।

মনির খান ২০০১ সালে কিশোরগঞ্জের মেয়ে তাহামিনা আক্তার ইতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি এক কন্যা সন্তান মুসফিকা আক্তার (মৌনতা) এবং পুত্র মোসাব্বির খান মুহূর্ত এর পিতা।

 

কনকচাঁপা:

কনকচাঁপা (জন্ম: ১১ সেপ্টেম্বর, ১৯৬৯) বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে।তিনি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন।একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সবধরনের গানে তিনি সমান পারদর্শী। বর্তমানে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। তিনি ৩৪ বছর ধরে সংগীতাঙ্গনে সমানতালে কাজ করে যাচ্ছেন।এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন।

প্রকাশিত হয়েছে ৩৫টি একক গানের অ্যালবাম। চলচ্চিত্রের গান নিয়ে তার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘আবার এসেছি ফিরে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনুরের প্রায় প্রতিটি গানেই কনক চাঁপা কণ্ঠ দিয়েছেন।তার গান মানেই তুমুল শ্রোতাপ্রিয়।

 

 

এই বুকে বয়েছে যমুনা লিরিক্স | ei buke boyeche jomuna lyrics | monir khan | kanak chapa

 

 

আরও দেখুনঃ

Leave a Comment