এই বেলা তোর ঘরের খবর [ Ei Bela Tor Ghorer Khobor ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ Faruq Noori [ ফারুক নূরী ]
এই বেলা তোর ঘরের খবর
এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন ।
কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন ।।
শব্দের ঘরে কে বারাম দেয়
নিঃশব্দে কে আছে সদাই
যেদিন হবে মহাপ্রলয়
কে কার করে দমন ।।
দেহের গুরু আছে কেবা
শিষ্য হয়ে কে দেয় সেবা
যেদিনে তাই জানতে পাবা
কোলের ঘোর যাবে তখন ।।
যে ঘরামি ঘর বেঁধেছে
কোনখানে সে বসে আছে
সিরাজ সাঁই কয় তাই না খুঁজে
দিন তো বয়ে যায় লালন ।।
![এই বেলা তোর ঘরের খবর [ Ei Bela Tor Ghorer Khobor ] 3 Google news](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_142,h_106/https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)
লালন শাহ :
লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।
![এই বেলা তোর ঘরের খবর [ Ei Bela Tor Ghorer Khobor ] 4 এই বেলা তোর ঘরের খবর](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_156/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/images-19-300x156.jpg)
এই বেলা তোর ঘরের খবর [ Ei Bela Tor Ghorer Khobor ] নিয়ে কভার ঃ
আরও দেখুনঃ