এই মধু রাত শুধু ফুল পাপিয়ার গানটি সন্ধ্যা মুখার্জীর গাওয়া একটি বিখ্যাত গান। গানটির সুরকার রবিন চট্টোপাধ্যায়, গীতিকার প্রণব রায়। গানটি সাগরিকা ছায়াছবিতে ব্যবহৃত হয়েছিলো। সাগরিকা হল একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন অগ্রগামী। এই চলচ্চিত্রটি ১ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে এস.সি. প্রোডাকশনস ব্যানারে মুক্তি পেয়েছিল এবং সংগীত পরিচালনা করেছেন রবীন চট্টোপাধ্যায়। এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন সুচিত্রা সেন, উত্তম কুমার, কমল মিত্র, পাহাড়ী সান্যাল এবং অনুপ কুমার।
ভারতীয় বাংলা সিনেমার জগতে ‘মহানায়ক’ খ্যাত অভিনেতা উত্তম কুমার খুব অল্প সময়েই বাঙ্গালির মনে জায়গা দখল করে নিয়েছিলেন। বাংলাদেশে জন্ম নেওয়া সুচিত্রা সেন ছিলেন উত্তম কুমারের বিপরীতে অভিনয় করা সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। উত্তম-সুচিত্রা জুটির সিনেমা মানেই ছিল সুপার হিট।
এই মধু রাত শুধু ফুল পাপিয়ার
এই মধু রাত শুধু ফুল পাপিয়ার,
এই মায়া রাত শুধু তোমার আমার।
মায়াবী চাঁদের সনে চামেলী জাগিছে বনে,
ফাগুণ খুলিয়া দিল প্রাণের দুয়ার
এই মায়া রাত শুধু তোমার আমার।
দুটি হিয়া, চুপি চুপি এলো কাছাকাছি,
প্রেম বলে দুজনার মাঝে আমি আছি।
হৃদয়ের এই চাওয়া নিবিড় করিয়া পাওয়া,
এ জীবনে কোনোদিন নাহি ভুলিবার
এই মায়া রাত শুধু তোমার আমার।
রবিন চট্টোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় সঙ্গীত পরিচালক যিনি প্রায় ৯০টির বেশি চলচ্চিত্রে সুরারোপ করেছিলেন। তিনি ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে জনপ্রিয় সঙ্গীত রচনা করেছিলেন। রবিন চট্টোপাধ্যায় ১৯৪২ সালের চলচ্চিত্র পরিণীতার সঙ্গীত রচনা থেকে শুরু করেছিলেন এবং পরবর্তীকালে গোধূলী, বিপাশা, সাগরিকা, কমললতা, দ্বীপের নাম টিয়া রং ইত্যাদি চলচ্চিত্রে সুন্দর চিরসবুজ গানের সুর রচনা করেছিলেন।
প্রণব রায় বাংলা গানের স্বর্ণযুগের প্রখ্যাত কবি ও গীতিকার। বিশ শতকের তিনের ও চারের দশকের আধুনিক ও চিত্রগীতির সবচেয়ে জনপ্রিয় ও প্রবাদ প্রতিম ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এর (অজয় ভট্টাচার্য, শৈলেন রায় ও প্রণব রায়) অন্যতম ছিলেন তিনি।
গানটি ইউটিউবে শুনুন:
আরও দেখুন: