এই মেঘলা দিনে একলা গানটি হেমন্ত হেমন্ত মুখোপাধ্যায়ের একটি সুপারহিট বাংলা চলচ্চিত্রের গান। এই গানটির লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। সুর ও সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখার্জি নিজেই করেন। ১৯৬০ সালে বিশ্বজিৎ অভিনীত সুপার হিট বাংলা চলচ্চিত্র “শেষ পর্যন্ত” এর জন্য এই চির সবুজ হিট গানটি রচনা করেছিলেন।
![এই মেঘলা দিনে একলা - হেমন্ত মুখোপাধ্যায় [ শেষপর্যন্ত -১৯৬০ ] 1 এই মেঘলা দিনে একলা লিরিক্স | শেষপর্যন্ত | হেমন্ত মুখোপাধ্যায়](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_220,h_198/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/download-2022-03-08T143446.956.jpg)
এই মেঘলা দিনে একলা
এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
যূথী বনে ঐ হাওয়া–
করে শুধু আসা যাওয়া,
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন।
শুধু ঝরে ঝরঝর আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে হল মন যে উদাসীন।
আজ আমি ক্ষণে ক্ষণে–
কি যে ভাবি আনমনে,
তুমি আসবে ওগো হাসবে–
কবে হবে সে মিলন।
![এই মেঘলা দিনে একলা - হেমন্ত মুখোপাধ্যায় [ শেষপর্যন্ত -১৯৬০ ] 3 এই মেঘলা দিনে একলা লিরিক্স | শেষপর্যন্ত | হেমন্ত মুখোপাধ্যায়](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_197,h_256/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/download-2022-03-08T143521.427.jpg)
আরও দেখুনঃ