Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

এই রাত তোমার আমার লিরিক্স [ Ei Raat Tomar Amar Lyrics ] । হেমন্ত মুখোপাধ্যায় । Hemanta Mukherjee

এই রাত তোমার আমার লিরিক্স [ Ei Raat Tomar Amar Lyrics ]

হেমন্ত মুখোপাধ্যায়

 

 

হেমন্ত মুখোপাধ্যায় (১৬ জুন ১৯২০ – ২৬ সেপ্টেম্বর ১৯৮৯) একজন কিংবদন্তি বাঙালি কণ্ঠসংগীত শিল্পী, সংগীত পরিচালক এবং প্রযোজক ছিলেন।

তিনি হিন্দি সংগীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি বাংলা, হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান গেয়েছেন। তিনি রবীন্দ্র সংগীতের সর্বশ্রেষ্ঠ শিল্পী ছিলেন।

তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক বিভাগে দু-বার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও ফিল্মফেয়ার সহ অসংখ্য দেশি ও বিদেশি পুরস্কার পেয়েছিলেন। তিনি উপমহাদেশের সবথেকে শ্রেষ্ঠ একজন শিল্পী ছিলেন, বিভিন্ন ঘরানার গানে তিনি শ্রেষ্ঠ ছিলেন।

নানামুখী গানে আর কোন শিল্পী তার সমকক্ষ হতে পারেনি।  তাকে বলা হয় সংগীতের ঈশ্বরতাতার প্রায় দেড়শোটি বাংলা ছবিতে সুর দিয়েছেন, গান গেয়েছেন। তার প্রয়াণের প্রায় দুই দশক পরেও গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া প্রত্যেক বছর অন্তত একটা তার অ্যালবাম প্রকাশ করে থাকে, বাণিজ্যিক সম্ভাব্যতা থাকায় তার পুরোনো গানের পুনর্প্রস্তুতকরণ করে।

যে গান তিনি রেকর্ড করেছেন, যে সুর তিনি সৃষ্টি করেছেন, এবং অসংখ্য গায়ক বাংলা এবং ভারতে তার গায়কী ধরন অবিরত নকল/অনুকরণ করার ফলে তার উত্তরাধিকার এখনো জীবন্ত!

 

 

এই রাত তোমার আমার লিরিক্স [ Ei Raat Tomar Amar Lyrics ] । হেমন্ত মুখোপাধ্যায় । Hemanta Mukherjee

এই রাত তোমার আমার লিরিক্স

এই রাত তোমার আমার
ঐ চাঁদ তোমার আমার
শুধু দুজনের
এই রাত শুধু যে গানের
এই ক্ষণ এ দুটি প্রাণের
কুহু কূজনে
এই রাত তোমার আমার
ঐ চাঁদ তোমার আমার…
তুমি আছো আমি আছি তাই
অনুভবে তোমারই যে পাই
তুমি আছো আমি আছি তাই
অনুভবে তোমারই যে পাই
শুধু দুজনে
এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার
শুধু দুজনের
এই রাত শুধু যে গানের
এই ক্ষণ এ দুটি প্রাণের
কুহু কূজনে…

Ei Raat Tomar Amar Lyrics

Ei raat tomar aamar
Oi chand tomar amar
Sudhu dujoner
Ei raat sudhu je gaaner
Ei khon a duti praaner
Kuhu kujoner
Ei raat tomar aamar
Oi chand tomar amar
Tumi achho aami achhi taayi
Anubhobe tomare je paayi
Tumi achho aami achhi taayi
Anubhobe tomare je paayi
Sudhu dujoner
Ei raat tomar aamar
Oi chand tomar amar
Sudhu dujoner
Ei raat sudgu je ganer
Ei khon e doti pran
Kuhu kujoner…

এই রাত তোমার আমার লিরিক্স [ Ei Raat Tomar Amar Lyrics ] । হেমন্ত মুখোপাধ্যায় । Hemanta Mukherjee
আরও দেখুনঃ
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর লিরিক্স [ Shona Diya Bandhayachi Ghor Lyrics ] ঋষি পান্ডা । Rishi Panda
Exit mobile version