এই শ্রাবণ লিরিক্স | Ei srabon lyrics | Rupam Islam | Baishe Shrabon
রূপম ইসলাম একজন ভারতীয় বাঙালি গায়ক, গীতিকার, সঙ্গীত সুরকার, লেখক এবং মানবতাবাদী। তিনি জনপ্রিয় বাংলা রক ব্যান্ড ফসিলের প্রধান কণ্ঠশিল্পী। তিনি জনপ্রিয়তা অর্জন করেন প্রধানত তার একক অ্যালবাম এবং ফসিল এর সদস্য হিসেবে তার কাজের মাধ্যমে। তিনি অসংখ্য বাংলা চলচ্চিত্রে একজন প্লেব্যাক গায়ক, সঙ্গীত পরিচালক এবং গীতিকার হিসেবে কাজ করেছেন এবং হিন্দি ও তেলেগু চলচ্চিত্রেও কণ্ঠ দিয়েছেন। তিনি বিভিন্ন বাংলা টেলিভিশন সোপ, ওয়েব সিরিজ এবং বিজ্ঞাপনের জন্য গান করেছেন। 2010 সালে, তিনি বাংলা চলচ্চিত্র -এ কাজের জন্য শ্রেষ্ঠ পুরুষ প্লেব্যাক গায়কের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন।
Movie: Baishe Shrabon
Song: Ei Srabon
Singer: Rupam Islam
Music & Lyricist: Anupam Roy
এই শ্রাবণ লিরিক্স | Ei srabon lyrics | Rupam Islam | Baishe Shrabon
এই শ্রাবণ লিরিক্স বাংলা :
আমি কাঁটাতারেই সুখী
এই কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।
এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো
এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়া গুলো
এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো
এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়া গুলো
এই শ্রাবণ নেভাক আগুন এই ফুটপাতের রাত
এই শ্রাবণ মনে পড়া পুরনো আঘাত।
জল জমেছে, বুকের ভিতর, রোদের অভাবে,
সময় এলে পড়বে চুঁয়ে, নিজের স্বভাবে।
আমি কাঁটাতারেই সুখী
এই কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।
এই শ্রাবণ নাম লেখা গাছের পাতার তলে
এই শ্রাবণ মিশলো পুকুর ড্রেনের জলে
এই শ্রাবণ বাক্স বন্দী কিছু ইচ্ছে আছে
এই শ্রাবণ স্যাঁতস্যাঁতে খুব আমার কাছে।
অবাধ যত্নে সামলে চলা ফুরিয়ে যাওয়ার ভয়
ভাবলি কেন দুঃখ পাব দুঃখ আমার নয়।
আমি কাঁটাতারেই সুখী
এই কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই.
Ei Srabon Lyrics In English:
Ami kata tarei shukhi
Ei kuwashatey uki diye raji mitthey nitey
Asholey shotti boley shotti kisu nei
Ei srabon dhuye feluk ei rasta dhulo
Ei srabon vijiye dik dirgho chaya gulo
Ei srabon dhuye feluk ei rasta dhulo
Ei srabon vijiye dik dirgho chaya gulo
Ei srabon nevak agun ei futpater raat
Ei srabon money porak purono aghaat
Jol jomechey buker vetor roder ovabey
Shomoy eley porbey cuye nijer shwovabey
Ami kata tarei shukhi
Ei kuwashatey uki diye raji mitthey nitey
Asholey shotti boley shotti kisu nei
Ei srabon naam lekhak gacher patar doley
Ei srabon mishlo pukur drener joley
Ei srabon baaksho bondi kisu icchey achey
Ei srabon shyatshyatey khub amar kachey
Obak jotney shamney cola puriye jaowar voy
Vabli keno dukkho pabo dukkho amar noy
Ami kata tarei sukhi
Ei kuwashatey uki diye raji metthey nitey
Asholey shotti boley shotti kisu nei