“একটুখানি নাটকের গান” একটি হৃদয়ছোঁয়া বাংলা গান, যার কণ্ঠে, সুরে ও গানে প্রকাশ পেয়েছে সমসাময়িক প্রেম ও জীবনের অনুভব। গানটিতে রয়েছে মিনার রহমানের স্বতন্ত্র সংগীতধারা—নির্মল রোমান্টিকতা, সহজ কথা আর মন ছুঁয়ে যাওয়া সুর।
🔸 কণ্ঠ: মিনার রহমান
🔸 গীতিকার: আসিফ ইকবাল
🔸 সুর ও সংগীত: মিনার রহমান
🔸 সংগীতায়োজন: সাজিদ সরকার
এই গানটির কথায় রয়েছে নাটকীয় অনুভব, সম্পর্কের টানাপোড়েন, আর ভালোবাসার চুপিচুপি বলা গল্প—যেন জীবনের প্রতিটি চেনা অনুভূতির সংগীতায়িত রূপ। আসিফ ইকবালের কথায় একধরনের আধুনিক কাব্যিকতা আছে, যা মিনারের সুরে হয়ে উঠেছে আরও প্রাণবন্ত।
একটুখানি নাটকের গানের লিরিক্স [ Ektu khani natoker gaaner lyrics ] | Minar Rahman
একটুখানি নাটকের গান এর লিরিক্স বাংলা :
একটুখানি দেখব বলে
আকাশ পাতাল ইচ্ছে আমার,
মনেতে সারাটি ক্ষণ
শুধুই উঁকি দিচ্ছে।
তুমি স্বপ্নে দেখা রাজকন্যা যেন,
আমায় তুমি দেখেও এখন
দেখছো না যে কেন।
ভালোবাসা বুঝি এমনই তো হয়,
কোনো কিছুই, কোনো কিছুই
মানছে না তো হৃদয়।
এত চেনা শহরে, অন্য আদরে,
অন্য মায়াতে,
আমায় ছাড়া তুমি কোথায় বলো চলে যাও।
একটু পাশে রাখব তোমায়,
অবুঝ সবুজ ইচ্ছে আমার,
হৃদয়ে তোমারই গান
শুধুই বুঝি বাজছে।
তুমি রূপকথারই রাজকন্যা যেন,
একটু হেসে আমায় তুমি
ডাকছো না কেন।
ভালোবাসা তো এমনই হয়,
কোনো কিছুই, কোনো কিছুই
মানছে না হৃদয়।
নীল আর হলুদে রাজ প্রহরা মাখামাখি,
মনের ভিতরে পাগল ডাকাডাকি,
তাকিয়ে থাকি, তাকিয়েই থাকি,
আমার দু’চোখ তোমাকে ধরে রাখি।
Ektu khani natoker gaaner lyrics in english :
Ektukhani dekhbo bole
Akash patal icche amar
Monete sarati khon
Shudhui unki dicchhe
Tumi swopne dekha rajkonna jeno
Amay tumi dekheo ekhon
Dekchho na je keno
Bhalobasa bujhi emoni toh hoy
Kono kichui, kono kichui
Manchhe na toh hridoy
Eto chena shohore, onno adorey
Onno mayate amay chara
Tumi kothay bolo chole jao
Ektu pashe rakhbo tomay
Obujh sobujh icche amar
Hridoye tomari gan
Sudhu bujhi bajchhe
Tumi rupkothar rajkonnya jeno
Ektu heshe amay tumi
Dakcho na keno
Bhalobasha to emoni hoy
Kono kichui kono kichui
Manchhe na hridoy
Nil aar holude raj prohora makhamakhi
Moner vetor pagol dakadaki
Takiye thaki, takiyei thaki
Amar du’chokhe tomake dhore rakhi…
.