Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

একতারা তুই লিরিক্স [ Ektara Tui Lyrics ] । শাহনাজ রহমত উল্লাহ । গাজী মাজহারুল আনোয়ার

একতারা তুই লিরিক্স [ Ektara Tui Lyrics ]

 

শাহনাজ রহমত উল্লাহ

গাজী মাজহারুল আনোয়ার

 

 

শাহনাজ রহমতুল্লাহ (জন্ম: শাহনাজ বেগম, ২ জানুয়ারি ১৯৫২ – ২৩ মার্চ ২০১৯) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী সংগীত শিল্পী। তিনি দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন।

তার উল্লেখযোগ্য গানসমূহের মধ্যে রয়েছে এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল্, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমায় যদি প্রশ্ন করে, যে ছিল দৃষ্টির সীমানায়।

প্রথমোক্ত তিনটি গান বিবিসির একটি জরিপে সর্বকালের সেরা বিশটি বাংলা গানের তালিকায় স্থান পায়।

১৯৯২ সালে তিনি একুশে পদক এবং ১৯৯০ সালে ছুটির ফাঁদে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

গাজী মাজহারুল আনোয়ার (জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৪৩) একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন।

তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি। বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান।

 

 

একতারা তুই লিরিক্স [ Ektara Tui Lyrics ] । শাহনাজ রহমত উল্লাহ । গাজী মাজহারুল আনোয়ার

 

একতারা তুই দেশের কথা
বলরে এবার বল।
আমাকে তুই বাউল করে
সঙ্গে নিয়ে চল।
জীবন মরন মাঝে
তোর সুর যেন বাজে।
একটি গানই আমি শুধু
গেয়ে যেতে চাই।

 

বাংলা আমার আমি যে তার
আর তো চাওয়া নাই রে…
আর তো চাওয়া নাই।
প্রানের প্রিয় তুমি
মোর সাধের জন্মভূমি।
একটি কথায় শুধু আমি
বলে যেতে চাই।

 

বাংলায় আমার সুখে দুঃখে
হয় যেন গো ঠাই রে
হয় যেন গো ঠাই।
তোমায় বরন করে
যেন যেতে পারি মরে।

 

একতারা তুই লিরিক্স [ Ektara Tui Lyrics ] । শাহনাজ রহমত উল্লাহ । গাজী মাজহারুল আনোয়ার

আরও দেখুনঃ

ঐ চাঁদ মুখে লিরিক্স [ Oi Chand Mukhe Lyrics ] । এন্ড্রু কিশোর । Andrew Kishore

 

Exit mobile version