একাত্তরের মা লিরিক্স [ Ekattorer Ma Lyrics ]
রুনা লায়লা ও আগুন । Runa Laila & Agun
রুনা লায়লা (জন্ম: ১৭ নভেম্বর ১৯৫২) একজন খ্যাতনামা বাংলাদেশী কণ্ঠশিল্পী। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত।
তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন।
বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন।
তিনি ছিলটি, বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন। পাকিস্তানে তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়।
খান আসিফুর রহমান আগুন যিনি আগুন হিসেবে পরিচিত, তিনি একজন বাংলাদেশী কণ্ঠশিল্পী ও অভিনেতা।
তিনি প্রখ্যাত বাংলাদেশী সঙ্গীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমান ও সঙ্গীতশিল্পী নীলুফার ইয়াসমীন দম্পতির একমাত্র ছেলে। কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তার সঙ্গীতজীবন শুরু হয়।
একাত্তরের মা লিরিক্স [ Ekattorer Ma Lyrics ] । রুনা লায়লা ও আগুন । Runa Laila & Agun
একাত্তরের মা লিরিক্স
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?
যারা অস্ত্র হাতে ধরেছিল,
মাগো, তোমার তরে মরেছিল,
ও মা, যাদের ভয়ে পালিয়েছিল শত্রুসেনার দল।
ও ও ও ও মা আ আ আ আ আ
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?
আজও কেন তোমার বুকে জ্বলছে আগুন,
চলছে গুলি, মরছে মানুষ?
জবাব তোমায় দিতেই হবে মা গো,
জবাব তোমায় দিতেই হবে মা।
সন্ত্রাসীদের হাতে কেন জিম্মি তুমি,
স্বদেশ আমার, মাতৃভূমি?
জবাব তোমায় দিতেই হবে মা গো,
জবাব তোমায় দিতেই হবে মা।
কেন বিদ্যালয়ে ফুটছে বোমা?
এই কি পেলাম শিক্ষা ও মা?
লাঞ্চিত আজ শিক্ষা গুরু চোখে দুঃখের জল!
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?
![একাত্তরের মা লিরিক্স [ Ekattorer Ma Lyrics ] । রুনা লায়লা ও আগুন । Runa Laila & Agun 3 একাত্তরের মা লিরিক্স [ Ekattorer Ma Lyrics ] । রুনা লায়লা ও আগুন । Runa Laila & Agun](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/images-91-3-300x157.jpg)
একাত্তরের দালাল যারা?
জবাব তোমায় দিতেই হবে মা গো,
জবাব তোমায় দিতেই হবে মা।
লাখো লাখো শহিদ কেন রক্ত দিল,
এই কি তাদের স্বপ্ন ছিল?
জবাব তোমায় দিতেই হবে মা গো,
জবাব তোমায় দিতেই হবে মা।
ও মা রক্তে ভেজা এই না মাটি,
জীবন দিয়ে রাখব খাটি।
শপথ নিলাম আজকে তরুণ ছাত্রছাত্রী দল।
![একাত্তরের মা লিরিক্স [ Ekattorer Ma Lyrics ] । রুনা লায়লা ও আগুন । Runa Laila & Agun 4 একাত্তরের মা লিরিক্স [ Ekattorer Ma Lyrics ] । রুনা লায়লা ও আগুন । Runa Laila & Agun](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/images-2022-06-25T051138.182-300x157.jpg)
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?
যারা অস্ত্র হাতে ধরেছিল,
মাগো, তোমার তরে মরেছিল,
ও মা, যাদের ভয়ে পালিয়েছিল শত্রুসেনার দল।
ও ও ও ও মা আ আ আ আ আ
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?