একা দিন লিরিক্স [ Eka Din Lyrics ] । মিনার রহমান । minar rahman

একা দিন লিরিক্স [ Eka Din Lyrics ]

মিনার রহমান । minar rahman

 

মিনার রহমান (জন্ম: ২৬ ডিসেম্বর, ১৯৯২) যিনি মিনার নামেই অধিক পরিচিত, একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার ও কার্টুনিস্ট। তবে অন্য যে কোনো পরিচয়ের চেয়ে সঙ্গীতশিল্পী হিসেবেই তার পরিচিতি ও জনপ্রিয়তা সবচেয়ে বেশি।

বাংলাদেশে যে কজন তরুণ সঙ্গীতশিল্পী সঙ্গীতে নিজস্ব ধারা তৈরি করেছেন, মিনার রহমান তাদের অন্যতম।

 

একা দিন লিরিক্স [ Eka Din Lyrics ] । মিনার রহমান । minar rahman

একা দিন লিরিক্স

একা দিন – ফাঁকা রাত,
নিভেছে আলো !
তুই নেই – কেউ নেই,
লাগছে না ভালো। – [ ২ বার ]
তোর নাম না জানা অভিমানে
কত দূরে ভাসা যায় ?
আমি চাইছি তবু পারছি না তো
থামাতে আমায় !
একা দিন – ফাঁকা রাত,
নিভেছে আলো !
তুই নেই – কেউ নেই,
লাগছে না ভালো।
যতবার আমি তোর ভাষাতে বলছি কথা,
ততবার তুই ভাবলি বুঝি তা আলাদা।
যতবার আমি তোর ভাষাতে বলছি কথা,
ততবার তুই ভাবলি বুঝি তা আলাদা।
একা দিন – ফাঁকা রাত,
নিভেছে আলো !
তুই নেই – কেউ নেই,
লাগছে না ভালো।
জানিনা তোর ঘুম আসে কি রাত্রি হলে?
আমিও,সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে।
জানিনা তোর ঘুম আসে কি রাত্রি হলে?
আমিও,সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে।
তোর নাম না জানা অভিমানে
কত দূরে ভাসা যায় ?
আমি চাইছি তবু পারছি না তো
থামাতে আমায় !
একা দিন – ফাঁকা রাত,
নিভেছে আলো !
তুই নেই – কেউ নেই,
লাগছে না ভালো।

Eka Din Lyrics

Eka Din – Faka Raat,
Niveche Alo.. !
Tui Nei – Keu Nei,
Lagche Na Valo.. ! – [ 2 ]

Tor Naam Na Jana Ovimane
Koto Dure Vasa Jay?
Ami Chaichi Tobu Parchi Na To
Thamate Amay !

Eka Din – Faka Raat,
Niveche Alo.. !
Tui Nei – Keu Nei,
Lagche Na Valo.. !

Jotobar Ami Tor Vasate Bolchi Kotha,
Totobar Tui Vabli Bujhi Ta Alada.. !
Jotobar Ami Tor Vasate Bolchi Kotha,
Totobar Tui Vabli Bujhi Ta Alada.. !

Eka Din – Faka Raat,
Niveche Alo.. !
Tui Nei – Keu Nei,
Lagche Na Valo.. !

Jani Na ! Tor Ghum Ashey Ki Ratri Holey?
Amio, Shei Proshno Hoye Thakchi Jole!
Jani Na ! Tor Ghum Ashey Ki Ratri Holey?
Amio, Shei Proshno Hoye Thakchi Jole!

Tor Naam Na Jana Ovimane
Koto Dure Vasa Jay?
Ami Chaichi Tobu Parchi Na To
Thamate Amay !

Eka Din – Faka Raat,

Niveche Alo.. !
Tui Nei – Keu Nei,
Lagche Na Valo.. ! – [ 2 ]

একা দিন লিরিক্স [ Eka Din Lyrics ] । মিনার রহমান । minar rahman

Leave a Comment