এক কাপ চা লিরিক্স [ Ek Cup Chaa Lyrics ]
মিনার রহমান । Minar Rahman
মিনার রহমান (জন্ম: ২৬ ডিসেম্বর, ১৯৯২) যিনি মিনার নামেই অধিক পরিচিত, একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার ও কার্টুনিস্ট।
তবে অন্য যে কোনো পরিচয়ের চেয়ে সঙ্গীতশিল্পী হিসেবেই তার পরিচিতি ও জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বাংলাদেশে যে কজন তরুণ সঙ্গীতশিল্পী সঙ্গীতে নিজস্ব ধারা তৈরি করেছেন, মিনার রহমান তাদের অন্যতম।
মিনার তার বাবাকে দেখে প্রথম গানের প্রতি উদ্ধুদ্ধ হয়েছিলেন। তার বাবা হেমন্ত মুখোপাধ্যায় এর গান গাইতেন। ছোটবেলাতে মিনার ছবি আঁকতেন।
ছবির বিষয়বস্তুকে ঘিরে ক্লাস ফোরে পড়ার সময় প্রথম গানের লিরিক লেখেন। অষ্টম শ্রেনী থেকে কীবোর্ড বাজাতে পারতেন। ক্লাস টেনে পড়ার সময় গানের সুর দেয়া শুরু করেন।
মেজ বোনের কাছ থেকে কীবোর্ড উপহার পেয়ে সঙ্গীতের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। চারপাশের পরিবেশ থেকে অনুপ্রেরণা নিয়ে গান লিখতেন ও তাতে সুর দিতেন। এভাবে ২০টি গান করে ফেলেন, তা থেকে ১৩ টি গান বাছাই করে যোগাযোগ করেন রেকর্ড লেবেল প্রতিষ্ঠান জি-সিরিজ এর সাথে।
সেখানে সঙ্গীতশিল্পী তাহসান এর সাথে মিনারের প্রথম দেখা হয়। তারই সঙ্গীতায়োজনে অগ্নিবীণার ব্যানারে ২০০৮ সালের আগস্টে মিনারের প্রথম একক অ্যালবাম “ডানপিটে” প্রকাশিত হয়। এ অ্যালবামের অ্যালবামের ‘সাদা’, ‘বন্ধু’, ‘জানি’ গান তিনটি বেশ জনপ্রিয়তা পায়।
এক কাপ চা লিরিক্স [ Ek Cup Chaa Lyrics ] । মিনার রহমান । Minar Rahman
এক কাপ চা লিরিক্স
আকাশ জুড়ে মনের নীরবতা
সবুজ ঘিরে প্রাচীন কত কথা,
কলম ছুঁয়ে অবুঝ গানের খাতা,
তোমায় লিখেছে।
ধূলো পড়া ধূসর ক্যানভাসে,
নিয়ম ভাঙ্গা তুলির আঁচড়ে,
এলোমেলো অগোছালো হাতে,
আমায় এঁকেছ।
সবটা ভুলে আরো একবার
উড়ে বেড়াই চলো,
দূর নীলান্তে নতুন ডানা মেলে।
তুমি আমরা আমি তোমরা মিলে
অলস সকাল আবেশ মুছে ফেলে,
সুরে সুরে দূরে দূরে ঘুরে,
হারিয়ে গিয়েছি।
সবটা ভুলে আরো একবার
উড়ে বেড়াই চলো,
দূর নীলান্তে নতুন ডানা মেলে।
আজ আকাশে
কত রঙিন রঙিন ঘুড়ি,
চোখ মেলতেই
দেখি স্বপ্নের উড়াউড়ি।
মন জুড়ে আজ
অমলিন সতেজতা,
এক কাপ চা
আর একটু ভালোবাসা।
তোমার আমার গল্পগুলো জুড়ে
অবুঝ মনের কল্পনারা ঘুরে,
রঙিন রঙিন স্বপ্নগুলো ঘিরে,
কোথায় হারাব?
[সবটা ভুলে আরো একবার
উড়ে বেড়াই চলো,
দূর নীলান্তে নতুন ডানা মেলে]-২
[আজ আকাশে
কত রঙিন রঙিন ঘুড়ি,
চোখ মেলতেই
দেখি স্বপ্নের ওড়াউড়ি;
মন জুড়ে আজ
অমলিন সতেজতা,
এক কাপ চা
আর একটু ভালোবাসা]-২
আরও দেখুনঃ