এক নদী রক্ত লিরিক্স [ Ek Nodi Rokto lyrics ]
শাহনাজ রহমতুল্লাহ । Shahnaz Rahmatullah
শাহনাজ রহমতুল্লাহ (জন্ম: শাহনাজ বেগম, ২ জানুয়ারি ১৯৫২ – ২৩ মার্চ ২০১৯) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী সংগীত শিল্পী।
তিনি দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য গানসমূহের মধ্যে রয়েছে এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে এবার বল্, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমায় যদি প্রশ্ন করে, যে ছিল দৃষ্টির সীমানায়।
প্রথমোক্ত তিনটি গান বিবিসির একটি জরিপে সর্বকালের সেরা বিশটি বাংলা গানের তালিকায় স্থান পায়।
১৯৯২ সালে তিনি একুশে পদক এবং ১৯৯০ সালে ছুটির ফাঁদে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এক নদী রক্ত লিরিক্স [ Ek Nodi Rokto lyrics ] । শাহনাজ রহমতুল্লাহ । Shahnaz Rahmatullah
এক নদী রক্ত লিরিক্স
এক নদী রক্ত পেরিয়ে
বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
না না না শোধ হবে না।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাত কোটি মানুষের
জীবনের সন্ধান আনলে যারা
সে দানের মহিমা কোন দিন ম্লান হবে না
না না না ম্লান হবে না।।
হয়ত বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে
জ্ঞানী আর গুনীদের আসরে
তোমাদের কথা কেউ কবে না।
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
না না না শোধ হবে না।।
থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে
জীবনের দীনতা হীনতা নিয়ে।
তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে
মাঠে মাঠে কিষাণের মুখে
ঘরে ঘরে কিষাণীর বুকে
স্মৃতি বেদনার আঁখি নীড়ে।
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
না না না শোধ হবে না।।
Ek Nodi Rokto lyrics
ek nodi rokto periye
banglar akashe roktim surjo anle jara
tomader ei rin kono din shodh hobe na
na na na shodh hobe na
mrittur mukhomukhi dariye
sat koti manusher jiboner sondhan anle jara
se ganer mohima kono din mlan hobe na
na na na mlan hobe na
hoyto ba itihashe tomader nam lekha robe na
boro boro lokeder vire gani ar gunider ashore
tomader kotha keu kobe na
tobu ei bijoyi bir muktisena
tomader ei rin kono rin kono din shodh hobe na
na na shodh hobe na
thak ora pore thak itihash niye
jiboner dinota hinota niye.
tomader kotha robe sadharon manusher vire
mathe mathe krishaner mukhe, ghore ghore krishanir buke
sriti bedonar akhi nire
tobu ei bijoyi bir mukti sena
tomader ei rin kono din shodh hobe na
na na na shodh hobe na
এক নদী রক্ত লিরিক্স [ Ek Nodi Rokto lyrics ] । শাহনাজ রহমতুল্লাহ । Shahnaz Rahmatullah
আরও দেখুনঃ
আমারো পরানো যাহা লিরিক্স [ Amaro porano jaha lyrics ] । রবীন্দ্রসঙ্গীত