এক সুন্দরী মাইয়া লিরিক্স [ Ek Sundori Maiyaa Lyrics ]
Jisan Khan Shuvo
এক সুন্দরী মাইয়া লিরিক্স [ Ek Sundori Maiyaa Lyrics ] । জিসান খান শুভ । Jisan Khan Shuvo
এক সুন্দরী মাইয়া লিরিক্স
এক সুন্দর মাইয়া আমার
মন নিলো কাড়িয়া
পারো যদি তোমরা তারে
দাও গো আনিয়া (x2)
না পাইলে তার দেখা
যাবো রে মরিয়া (x2)
এক সুন্দরী…
এক সুন্দর মাইয়া আমার
মন নিলো কাড়িয়া
পারো যদি তোমরা তারে
দাও গো আনিয়া (x2)
ওরে প্রথম দেখার কালে তারে
লেগেছিলো ভালো
মুচকি হাসি দিয়া সে
কই চলে গেলো
তার কথা ভেবে আমার
অন্তর দেয় কাঁদিয়া
বেহায়া মনটা–রে
বোঝাইবো কি দিয়া (x2)
না পাইলে তার দেখা
যাবো রে মরিয়া (x2)
এক সুন্দরী …
এক সুন্দর মাইয়া আমার
মন নিলো কাড়িয়া
পারো যদি তোমরা তারে
দাও গো আনিয়া (x2)
হেই,কাজল কালো আঁখি রে তার
ঘন কালো চুল
সেই চুলে গাঁথা ছিল
রক্ত জবা ফুল
তার জন্যে জীবন আমার
ধরতে পারি বাজি
সাত সমুদ্র তেরো নদী
পাড়ি দিতেও রাজি (x2)
না পাইলে তার দেখা
যাবো রে মরিয়া (x2)
এক সুন্দরী ..
এক সুন্দর মাইয়া আমার
মন নিলো কাড়িয়া
পারো যদি তোমরা তারে
দাও গো আনিয়া