এখনো আলো আসে লিরিক্স [ Ekhono Alo Ashe Lyrics ]
মেহেদী হাসান নিল । Mehedi Hasan Nil
এখনো আলো আসে লিরিক্স [ Ekhono Alo Ashe Lyrics ] । মেহেদী হাসান নিল । Mehedi Hasan Nil
এখনো আলো আসে লিরিক্স
নিখিল দিয়েছিল নরক নগ্নতা
আমার চোখে ছিল অমলিন দৃষ্টি,
হৃদয় ছুঁয়েছিল মেঘের মগ্নতা
তবুও ঝরলো না প্রার্থিত বৃষ্টি।
গুটিয়ে নিলে হাত, আঙুল সোনালিমা
ফোটালে পাথরের বুক জুড়ে কান্না,
সহসাই কণ্ঠে নেমে এল কালিমা
ঝরে গেলো মাটিতে আলোকিত পান্না।
এখনও আলো আসে, জানালা খোলা রাখি
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি,
এখনও আলো আসে, জানালা খোলা রাখি
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি।।
আলতো ছুঁয়ে গেলে এমন কুয়াশায়
আশায় বাঁধে ঘর হলুদাভ রাত্রি,
জ্যোৎস্না পাতা ঝরে মাটিতে শিহরায়
উদাসী প্রান্তর উদাসীন যাত্রী।
এখনও আলো আসে, জানালা খোলা রাখি
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি,
এখনও আলো আসে, জানালা খোলা রাখি
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি,
এখনও আলো আসে, জানালা খোলা রাখি
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি।।
Ekhono Alo Ashe Lyrics
Nikhil diyechilo norok nognota
Amar chokhe chilo omolin drishti
Hridoy chuychilo megher mognota
Tobuo jhorlona prathito brishti
Gutiye nile haat angul sonalima
Fotale pathorer buk jure kanna
Sohosai konthey neme elo kalima
Jhore gelo matite alokito panna
Ekhono aalo ashe janala khola rakhi
Pechone gaan gaay khachay posha pakhi
Alto chuye gele emon kuashay
Ashay bandhe ghor holudabho raatri
Joshna pata jhore matite shihoray
Udashi prantor udashin jatri
আরও দেখুনঃ