Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

এখন অনেক রাত লিরিক্স | ekhon onek raat | অনুপম রায় | হেমলক সোসাইটি

এখন অনেক রাত লিরিক্স | আনুপম রয় | হেমলক সোসাইটি

অনুপম রায় (ইংরেজি: Anupam Roy) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের বাংলা ভাষার সমসাময়িক গায়ক, গীতিকার এবং সুরকার। ২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে “আমাকে আমার মতো থাকতে দাও” ও “বেঁচে থাকার গান” এর মাধ্যমে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই সৃজনশীল শিল্পীকে।

এখন অনেক রাত

গায়কঃ আনুপম রায়

 

 

এখন অনেক রাত লিরিক্স

এখন-অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা
চেপে ধরে টলছি কেমন নেশায় (×২)
কেন যে অসংকোচে অন্ধ গানের কলি
পাখার ব্লেডের তালে, সোজাসুজি কথা বলি
আমি ভাবতে পারিনি
তুমি বুকের ভেতর ফাটছো, আমার
শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারিনি
তোমার গালে নরম দুঃখ, আমায়
দু’হাত দিয়ে মুছতে দিও প্লিজ
তোমার গানের সুর
আমার পকেট ভরা সত্যি মিথ্যে
রেখে দিলাম তোমার ব্যাগের নীলে
জানি তর্কে বহুদূর
তাও আমায় তুমি আঁকড়ে ধরো
আমার ভেতর বাড়ছো তিলে তিলে
কেন যে অসংকোচে অন্ধ গানের কলি
পাখার ব্লেডের তালে, সোজাসুজি কথা বলি
আমি ভাবতে পারিনি
তুমি বুকের ভেতর ফাটছো, আমার
শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারিনি
তোমার গালে নরম দুঃখ, আমায়
দু’হাত দিয়ে মুছতে দিও প্লিজ
এখন অনেক-রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা
চেপে ধরে টলছি কেমন নেশায়

Ekhon Onek Raat Lyrics in English

 

 

Ekhon Onek Raat
Tomar kadhe amar nissas
Ami benche achi tomar valobasay
Chhuye diley haat
Amar briddho bukey tomar matha
Chepe dhore tolchi kemon neshay
Keno je osonkoche ondho gaaner koli
Pakhar blade er taale sojasuji kotha boli
Ami vabte parini
Tumi buker vetor fatcho amar
Shorir jurey tomar premer bidge
Ami thamte parini
Tomar norom galey dukkho amay
Duhaat diye muchte diyo please

অনুপম রায় সম্পর্কে কিছু কথাঃঅনুপম রায় জন্মগ্রহণ করেন ২৯ মার্চ ১৯৮২ সালে। তিনি তার প্রাথমিক শিক্ষার ১০ বছর পার করেন কলকাতার সেন্ট.পালস ব্রডিং অ্যান্ড ডে স্কুল এ। তিনি তার কলেজ জীবন পার করেন বেহালার এমপি বিরলা ফাউন্ডেশন থেকে। অনুপম রায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনেকেশন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে গোল্ড মেডেল অর্জন করেন। তিনি টেক্সাস ইনস্ট্রুমেন্টস ব্যাঙ্গালোর, কলকাতা তে ২০০৪ সালের জুলাই থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত এনালগ সার্কিট ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।

অনুপম রায় গানের সবকাজ নিজেই করেন। তার অধিকাংশ গানের ক্ষেত্রেই তিনি নিজেই গান লেখেন, সুর করেন এবং গান গান। অটোগ্রাফ চলচিত্রে তার গান “আমাকে আমার মতো থাকতে দাও” কে বাংলা ভাষার সেরা গানগুলোর একটি হিসেবে ধরা হয়। এরপরে চলো পাল্টাই সিনেমায় তার বাড়িয়ে দাও সহ বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায়। তবে তার জনপ্রিয়তার বৃহঃস্পতি শুরু হয় বাইশে শ্রাবণ চলচিত্রের মাধ্যমে। এই চলচ্চিত্রের প্রত্যেকটি গান সুপারহিট হয়।

তিনি ২০১৫ সালে সুজিত সরকার পরিচালিতপিকু চলচিত্রের সঙ্গীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন। এরপর পিঙ্ক, রানিং শাদি ডট কম, ডিয়ার মায়া, পরি, অক্টোবরসহ বেশ কয়েকটি বলিউড চলচিত্রে কাজ করেছেন। এখন পর্যন্ত তার চারটি একক অ্যালবাম বেরিয়েছে- প্রথমটি “দূরবীনে চোখ রাখবো না”, দ্বিতীয়টি “দ্বিতীয় পুরুষ”, তৃতীয়টি বাক্যবাগীশ এবং চতুর্থটি এবার মরলে গাছ হবো। তার প্রতিটি অ্যালবামই দারুণ জনপ্রিয়তা লাভ করে। তবে অনেকের মতে সব কিছুকে ছাপিয়ে যায় দ্য অনুপম রায় ব্যান্ড-এর স্টেজ পারফরমেন্স।

Exit mobile version