এগিয়ে দে লিরিক্স [ Egiye De Lyrics ] । অরিজিৎ সিং এবং মধুবন্তী বাগচী । Arijit Singh and Madhubanti Bagci
লিরিক ডেস্ক, সঙ্গীত গুরুকুল, GOLN
এগিয়ে দে লিরিক্স [ Egiye De Lyrics ]
অরিজিৎ সিং এবং মধুবন্তী বাগচী । Arijit Singh and Madhubanti Bagci
কথাঃ প্রসেন
সঙ্গীতঃ অরিন্দম
Movie: Sudhu Tomari Jonyo
অরিজিৎ সিং(জন্মঃ ২৫ এপ্রিল ১৯৮৭) হলেন একজন বাঙালি নেপথ্য গায়ক। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন।
অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয়। কলকাতার ছবিতে তার বেশকিছু হিট গান রয়েছে। সংগীত প্রোগ্রামার হিসেবে সংগীতের জগতে তিনি তার যাত্রা শুরু করেন।
এরপর তিনি বেশকয়েকজন সংগীত পরিচালক যেমন মিথুন শর্মা,বিশাল-শেখর এবং প্রীতমের সহযোগী হিসেবে কাজ করেন। তাঁর বলিউডে প্রথম গান ছিল মিথুনের সঙ্গীত পরিচালনায় মার্ডার ২ মুভির পির মোহাবাত গানটি।
গানটি সে সময় মোটামুটি ভালোই জনপ্রিয়তা পায়। তবে ২০১৩ সালে মুকেশ ভাট এর আশিকি ২ মুভিতে কয়েকটি গানে কন্ঠ দেয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।
এগিয়ে দে লিরিক্স [ Egiye De Lyrics ] । অরিজিৎ সিং এবং মধুবন্তী বাগচী । Arijit Singh and Madhubanti Bagci