এত দিন বলো তুমি কোথায় ছিলে [ Eto Din Bolo Tumi Kothay Chile ]

এত দিন বলো তুমি কোথায় ছিলে [ Eto Din Bolo Tumi Kothay Chile ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ জাকির হোসেন [ Zakir Hossain ]

 

 

এত দিন বলো তুমি কোথায় ছিলে

এতদিন কোথায় ছিলে ?
আজ সুখের বৃষ্টি ধারা, বিন্দু বিন্দুতে
এই মনে ছড়িয়ে দিলে
ওমম এতদিন কোথায় ছিলে ?
জানিনা , কোথায় ছিলাম
ঐ ঝর্নাকে প্রশ্ন কর,
ঐ নদীটাকে প্রশ্ন কর,
এতদিন কোথায় ছিলাম

একটু ছোয়া লেগে হয়ে গেল ভীরু ভালবাসা
অনেক না বলা কথা পেয়ে গেল আজ তাই ভাষা
বুকের শুন্যতাকে তুমি আজ পূর্ণ করে দিলে
এতদিন কোথায় ছিলে?
ঐ আকাশকে প্রশ্ন কর, ঐ বৃষ্টিকে প্রশ্ন কর
এতদিন কোথায় ছিলাম

সারাটি জীবন ধরে তোমার যে পথ চেয়ে আছি
কাছে না পেয়ে ভেবে ভেবে
চেনা হয়ে এলে কাছাকাছি
আধার রাতের শেষে আলোকিত ভোর এনে দিলে
এতদিন কোথায় ছিলে?
জানিনা কোথায় ছিলাম
মন হারালো সৃতির পাতায়
এতদিন জড়িয়ে ছিলাম
এতোদিন কোথায় ছিলে?
আজ সুখের বৃষ্টি ধারা,বিন্দু বিন্দাতে
এই মনে ছড়িয়ে দিলে
এতো দিন কোথায় ছিলে?
জানি না কোথায় ছিলাম
ঐ ঝর্ণাকে প্রশনো কর,
ঐ নদীটাকে প্রশনো কর
এতো দিন কোথায় ছিলাম

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

নাজমুন মুনিরা ন্যান্সি :

নাজমুন মুনিরা ন্যান্সি (জন্ম: ১৩ ডিসেম্বর ১৯৮৯), ন্যান্সি নামে পরিচিত, একজন বাংলাদেশী সংগীতশিল্পী। তার সঙ্গীত জীবন শুরু হয় ২০০৬ সালে হৃদয়ের কথা চলচ্চিত্রের গান গেয়ে। ২০০৯ সালের তার প্রথম অ্যালবাম ভালোবাসা অধরা মুক্তি পায়। ২০১১ সালের প্রজাপতি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া মেরিল-প্রথম আলো পুরস্কার-এ ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা সাতবার তারকা জরিপে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) বিভাগে পুরস্কার অর্জন করেন।

 

এত দিন বলো তুমি

 

এত দিন বলো তুমি কোথায় ছিলে [ Eto Din Bolo Tumi Kothay Chile ] নিয়ে কভার ঃ

 

Leave a Comment