Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

এত যে শোকর করি আল্লাহ তোমার লিরিক্স [ ato je sokor kori Allah tomar lyrics ] । ইসলামী সংগীত

এত যে শোকর করি আল্লাহ তোমার লিরিক্স [ ato je sokor kori Allah tomar lyrics ]

ইসলামী সংগীত

 

 

এত যে শোকর করি আল্লাহ তোমার লিরিক্স [ ato je sokor kori Allah tomar lyrics ] । ইসলামী সংগীত

এত যে শোকর করি আল্লাহ তোমার লিরিক্স

এত যে শোকর করি আল্লাহ তোমার
হয় না তবুও গাওয়া তব গুনগান
পাইনা খুঁজে ভাষা ডাকতে তোমায়
অসীম অপার তুমি, তুমি যে মহান
আল্লাহ তুমি যে মহান
তুমি যে মহান
তুমি যে মহান (২)

 

 

নিঃশ্বাসে-প্রশ্বাসে
তব দয়া আছে মিশে
তোমার দানের কনা
শোধ দেবো আমি কিসে (২)
রহমের আবরণে
রেখেছো যতন করে
ওগো রহমান তুমি চির মহীয়ান
আল্লাহ তুমি যে মহান
তুমি যে মহান
তুমি যে মহান (২)

 

 

সৃজেছো মানুষ করে
দিয়েছো জীবন
তোমার দ্বীনের পথে
রেখো আমরণ (২)

আমার সকল কাজে
সকাল দুপুর সাঁঝে
তোমার মহিমা যেন
সুর হয়ে শুধু বাজে (২)
ক্ষমা করো এ পাপীকে
তোমার নামের গুনে
পরকালে পাই যেন

 

বেহেশত বাগান
আল্লাহ তুমি যে মহান
তুমি যে মহান
তুমি যে মহান (২)….. ঐ

 

এত যে শোকর করি আল্লাহ তোমার লিরিক্স [ ato je sokor kori Allah tomar lyrics ] । ইসলামী সংগীত

আরও দেখুনঃ

নাসেক নাসেক লিরিক্স [ Nasek Nasek Lyrics ] । অনিমেষ রায় এবং পান্থ কানাই । Animes Roy and Pantho Kanai

 

 

Exit mobile version