এপিটাফ লিরিক্স [ Epitaph lyrics ]। সোনার বাংলা সার্কাস । Shonar Bangla Circus

এপিটাফ লিরিক্স [ Epitaph lyrics ]

Shonar Bangla Circus

 

download 2022 07 16T234846.798 এপিটাফ লিরিক্স [ Epitaph lyrics ]। সোনার বাংলা সার্কাস । Shonar Bangla Circus

 

সোনার বাংলা সার্কাস বাংলাদেশের পাঁচ সদস্য বিশিষ্ট একটি সাইকেডেলিক রক ব্যান্ড দল, যা ২০১৮ সালের গঠিত হয়। গঠনের প্রায় দেড় বছর পর প্রথম অ্যালবামটি ইউটিউবে প্রকাশ করে।

২০১৮ সালের মে মাসে পাঁচজন সদস্য নিয়ে গঠিত হয় সোনার বাংলা সার্কাস ব্যান্ডটি। টিএসসির মাঠে কনসার্ট করে প্রথম অ্যালবামের ঘোষণা দেয়ার কথা থাকলেও করোনাকালে তা হয়ে ওঠে নি , তাই ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাদের প্রথম অ্যালবাম হায়েনা এক্সপ্রেস প্রকাশের ঘোষণা দেয়। ফেব্রুয়ারীর ২৯ তারিখে প্রথম গান হায়েনা এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউবে প্রকাশ হয়।

 

এপিটাফ লিরিক্স [ Epitaph lyrics ] । সোনার বাংলা সার্কাস । Shonar Bangla Circus

 

এপিটাফ লিরিক্স

এই আলো ধরে রাখো কুঠুরী
আমাকে আর খুঁজো না
আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আঁধারে
এই গান শুনে রাখো বালুতীর
আমাকে আর ডেকো না
আমি চলে যাবো চিলের ডানায়
গভীর সাগরে
এপিটাফ লিরিক্স [ Epitaph lyrics ] । সোনার বাংলা সার্কাস । Shonar Bangla Circus
মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্যে
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য
আমাদের হয়েছিলো দেখা
যখন হৃদয়কে শাসন করছিলো শূন্যতা
আমাদের হয়েছিলো কথা
যখন মৃতের কঙ্কালে স্তব্ধ মহাকাল
মানুষের হৃদয় ভরে ওঠে
এপিটাফ লিরিক্স [ Epitaph lyrics ] । সোনার বাংলা সার্কাস । Shonar Bangla Circus
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য
কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো
যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো
যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
নিজের অরণ্যে সময় চালায় তার ধারালো কুঠার
ভুলে যেও সেই গান সাগর ধুয়ে দেয় যদি তোমার পুরোনো সৈকত
মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্যে
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য
এপিটাফ লিরিক্স [ Epitaph lyrics ] । সোনার বাংলা সার্কাস । Shonar Bangla Circus
এই আলো ধরে রাখো কুঠুরী
আমাকে আর খুঁজো না
আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আঁধারে
এই গান শুনে রাখো বালুতীর
আমাকে আর ডেকো না
আমি চলে যাবো চিলের ডানায়
গভীর সাগরে

আরও দেখুনঃ

Leave a Comment