এমন একটা তুমি চাই লিরিক্স [ Emon Ekta Tumi Chai Lyrics ] । ইমরান মাহমুদুল । Imran Mahmudul

এমন একটা তুমি চাই লিরিক্স [ Emon Ekta Tumi Chai Lyrics ]

 Imran Mahmudul

 

এমন একটা তুমি চাই লিরিক্স [ Emon Ekta Tumi Chai Lyrics ] । ইমরান মাহমুদুল । Imran Mahmudul

 

ইমরান মাহমুদুল হচ্ছেন একজন বাংলাদেশী গীতিকার ও নেপথ্য গায়ক, যিনি অনেকগুলো ভিন্ন অ্যালবাম ও চলচ্চিত্রের জন্য গান পরিবেশন করেছেন। তিনি ২০০৮ চ্যানেল-আই সেরা কণ্ঠে প্রথম-রানার্স আপ হয়েছিলেন।

তিনি বসগিরি (২০১৬) চলচ্চিত্রের “দিল দিল দিল”, পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রের “ওহে শ্যাম”, এবং বিশ্বসুন্দরী (২০১৯) চলচ্চিত্রের “তুই কি আমার হবি রে” গানের জন্য শ্রেষ্ঠ গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

 

এমন একটা তুমি চাই লিরিক্স [ Emon Ekta Tumi Chai Lyrics ] । ইমরান মাহমুদুল । Imran Mahmudul

এমন একটা তুমি চাই লিরিক্স

আমি এমন একটা তুমি চাই

এমন একটা তুমি চাই

যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই (x2)

তুমি একবার বলো যদি

আমি পাড়ি দেবো খরস্রোতা নদী (x2)

ভালোবাসা দেবো পুরোটা

আমি এমন একটা তুমি চাই

এমন একটা তুমি চাই

 

এমন একটা তুমি চাই লিরিক্স [ Emon Ekta Tumi Chai Lyrics ] । ইমরান মাহমুদুল । Imran Mahmudul

 

যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই

আমি কত ছলে কৌশলে

তোমায় ভালোবেসে যাই

এতো করে চাই আমি বলো

আর কিভাবে বোঝাই (x2)

তুমি একবার বলো যদি

আমি পাড়ি দেবো খরস্রোতা নদী (x2)

ভালোবাসা দেবো পুরোটা..

আমি এমন একটা তুমি চাই

এমন একটা তুমি চাই

যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই..

তুমি থাকো দূরে আড়ালে

বোঝ না কেন যে আমায়,

কতশত বাহানা

একটু পাওয়ার আশায় (x2)

তুমি একবার বলো যদি

আমি পাড়ি দেবো খরস্রোতা নদী (x2)

ভালোবাসা দেবো পুরোটা..

আমি এমন একটা তুমি চাই

এমন একটা তুমি চাই

যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই

 

এমন একটা তুমি চাই লিরিক্স [ Emon Ekta Tumi Chai Lyrics ] । ইমরান মাহমুদুল । Imran Mahmudul

 

Emon Ekta Tumi Chai Lyrics

Ami Emon Ekta Tumi Chai
Emon Ekta Tumi Chai
Je tumi te ami chara
onno keu nai (x2)

Tumi ekbar bolo jodi
Ami paari debo khoro-srota nodi (X2)
Valobasha debo purotai…
Ami Emon Ekta Tumi Chai
Emon Ekta Tumi Chai
Je tumi te ami chara
onno keu nai

Ami koto chole-koushole
tomay valobeshe jai
Eto kore chai ami bolo aar
kivabe bojhai … (x2)

Tumi ekbar bolo jodi
Ami pari debo khoro-srota nodi (X2)
Bhalobasha debo purotai …
Ami Emon Ekta Tumi Chai
Emon Ekta Tumi Chai
Je tumi te ami chara
onno keu nai

 

এমন একটা তুমি চাই লিরিক্স [ Emon Ekta Tumi Chai Lyrics ] । ইমরান মাহমুদুল । Imran Mahmudul

 

Tumi thako dure arale
bojhona ke je amay
Koto shoto bahanay
ektu paowar ashay (x2)

Tumi ekbar bolo jodi
Ami pari debo khoro-shrota nodi (X2)
Bhalobasha debo purotai ..
Ami Emon Ekta Tumi Chai
Emon Ekta Tumi Chai
Je tumi te ami chara
onno keu nai

 

https://youtu.be/d0aqB0Qimn4

 

এমন একটা তুমি চাই লিরিক্স [ Emon Ekta Tumi Chai Lyrics ] । ইমরান মাহমুদুল । Imran Mahmudul

আরও দেখুনঃ

আমারো পরানো যাহা লিরিক্স [ Amaro porano jaha lyrics ] । রবীন্দ্রসঙ্গীত

 

Leave a Comment