এমন যদি হতো লিরিক্স | emon jodi hoto lyrics | joler gaan | রাহুল আনন্দ

এমন যদি হতো লিরিক্স | emon jodi hoto lyrics | joler gaan | রাহুল আনন্দ

জলের গান বাংলাদেশের একটি ব্যান্ড দল। এই ব্যান্ড মূলত ফোক-ফিউশন ধারায় গান গায়। ২০০৬ সালে এই ব্যান্ড প্রতিষ্ঠিত হয়।

এমন যদি হতো লিরিক্স

ব্যান্ডঃ জলের নাম 

 

এমন যদি হতো লিরিক্স | emon jodi hoyo lyrics | joler gaan | রাহুল আনন্দ
বান্ডঃ জলের গান

 

 

এমন যদি হতো আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ (x2)

পালাই বহুদূরেক্লান্ত ভবঘুরে

ফিরব ঘরে কোথায় এমন ঘর

বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

ঘুম আসেনা ঘুমও স্বার্থপর

এমন যদি হতো আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ (x2)

হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি

শূণ্য ভীষণ শূণ্য মনে হয়

কী আর এমন হবেকে পেয়েছে কবে

কী আর এমন হবেকে পেয়েছে কবে

স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়

এমন যদি হতো আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ (x2)

হতাম যদি রঙিন প্রজাপতি

ফুলে ফুলে মাতামাতি (x2)

দিনের আলো কাটে উড়ে উড়ে

তোমার আমার গানের সুরে

বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

ঘুম আসেনা ঘুমও স্বার্থপর

এমন যদি হত আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ (x2)

 

এমন যদি হতো লিরিক্স | emon jodi hoyo lyrics | joler gaan | রাহুল আনন্দ
বান্ডঃ জলের গান

 

emon jodi hoto english lyrics

 

 

এমন যদি হতো লিরিক্স | emon jodi hoyo lyrics | joler gaan | রাহুল আনন্দ

 

 

Emon jodi hoto ami pakhir moto
Ure ure berai sharakkhon
Palai bohudure klanto voboghure
Firbo ghore kothay emon ghor
Brikkho tole shuye tomar dukkho chuye
Ghum ashe na ghum-o sarthopor

Hotam jodi rongeen projapoti
Fule fule matamati
Diner alo kate ure ure
Tomar amar gaan-er shure
Brikkho tole shuye tomar dukkho chuye
Ghum asena ghum-o sharthopor

 

 

এমন যদি হতো লিরিক্স | emon jodi hoyo lyrics | joler gaan | রাহুল আনন্দ

 

 

 

 

Leave a Comment