Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

এ আর রহমান । ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক

এ আর রহমান । ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক

এ আর রহমান হিসাবে পরিচিত, হচ্ছেন একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক। তিনি প্রচুর হিন্দি এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন । তার জন্মস্থান ভারতের মাদ্রাজ। তার পিতার নাম আর কে শেখর। মুসলমান হিসেবে ধর্মান্তরিত হবার আগে এ আর রহমানের নাম ছিল এ এস দিলীপ কুমার।  তার কাজের জন্যে তাকে ” মাদ্রাজের মোজার্ট ” বলা হয়, এবং তার তামিল ভক্তরা তাকে ” মিউজিকের ঝড় ” উপাধিতে ভূষিত করেছেন।

 

 

এ আর রহমান । ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক

পারিবারিক জীবন

এ আর রহমানের স্ত্রীর নাম সায়রা বানু; তাদের তিন সন্তান নাম খাদিজাহ, রহিমা ও আমান।

সংগীত জীবন

রহমানের বাবা রাজগোপালা কুলাসেখরণ ছিলেন তামিল সংগীত সুরকার। মূলত পশ্চিমি সংগীতে তিনি শিক্ষা লাভ করেন। পরবর্তীতে মাস্টার ধনরাজ ও মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথন এর কাছে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালিম নেন।

 

 

২০০৪ সালে ” টাইম্‌স ম্যাগাজিন ” তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে। ২০০৯ সালে লন্ডনের ওয়ার্ল্ড মিউজিক ম্যাগাজিন তাকে “ভবিষ্যৎ পৃথিবীর মিউজিক আইকন ” দের মধ্যে একজন বলে অভিহিত করে ।

বাড়ির ভেতরের একটি স্টুডিও (চেন্নাইয়ের ‘পঞ্চতন রেকর্ড ইন) তে তিনি একটি তামিল ছবি “রোজা” র মধ্য দিয়ে তার সিনেমা মিউজিক ক্যারিয়ার শুরু করেন ১৯৯২ সালের দিকে। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল সিনেমায় কাজ করার মাধ্যমে তিনি বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত হওয়া রেকর্ডিং আর্টিস্টদের মধ্যে একজন। প্রায় দু দশকেরও বেশি সময়ের মিউজিক ক্যারিয়ার এ তিনি ভারতীয় সঙ্গীতে নতুনত্ব দেয়ার, এবং বহু ছবির সাফল্যের পেছনে অবদান রাখার জন্যে প্রশংসিত। তিনি একজন মানবতাবাদী এবং দাতা হিসেবে আবির্ভূত হয়েছেন পাশাপাশি অনেক চ্যারিটির জন্যেও অর্থ সংগ্রহ করে প্রশংসিত হয়েছেন।

 

 

পেশাজীবন

তার কাজগুলো ভারতীয় সঙ্গীতের সাথে ইলেক্ট্রনিক মিউজিক এবং ওয়ার্ল্ড মিউজিক এবং পশ্চিমা অর্কেস্ট্রাল মিউজিকের সম্মিলনের জন্যে বিখ্যাত। প্লে ব্যাক বা চলচ্চিত্রে গান গেয়ে এ আর রহমান এর আত্মপ্রকাশ বম্বে (তামিল, ১৯৯৫) ছবিতে। এর আগে তিনি অনেক গানে কোরাস এ কন্ঠ দিয়েছিলেন। কিন্তু প্রথম কোন গানে পূর্নাঙ্গ ভূমিকা পালন করেন বম্বে সিনেমার হাম্মা হাম্মা গান টি তে। তার কন্ঠে প্রথম এলবাম বের হয় বন্দে মাতরম শিরোনামে সনি মিউজিক কোম্পানির পক্ষ থেকে। এলবামটি ২৮ টি দেশে একযোগে প্রকাশ করা হয় ১৫ই আগস্ট, ১৯৯৭।

 

 

পুরস্কার

স্লামডগ মিলিয়নিয়ার ছবির সঙ্গীত পরিচালনার জন্য ৮১তম অস্কার প্রতিযোগীতায় শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা এবং সর্বোচ্চ স্কোরের জন্য এ আর রহমান দুটি পুরস্কার লাভ করেন।তার পুরস্কার গুলির মধ্যে রয়েছে দুটি অস্কার, একটি বাফটা পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব, চারটি ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড এবং ১৩ টি ফিল্মফেয়ার এওয়ার্ড।

আরও দেখুনঃ

Exit mobile version