Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

ঐ চাঁদ মুখে লিরিক্স [ Oi Chand Mukhe Lyrics ] । এন্ড্রু কিশোর । Andrew Kishore

ঐ চাঁদ মুখে লিরিক্স [ Oi Chand Mukhe Lyrics ]

এন্ড্রু কিশোর । Andrew Kishore

সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
Movie: Biyer Phool

এন্ড্রু কিশোর এর চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত মেইল ট্রেন চলচ্চিত্রের “অচিনপুরের রাজকুমারী নেই” গানের মধ্য দিয়ে।

তার রেকর্ডকৃত দ্বিতীয় গান বাদল রহমান পরিচালিত এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রের “ধুম ধাড়াক্কা”। তবে এ জে মিন্টু পরিচালিত ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রতীজ্ঞা চলচ্চিত্রের “এক চোর যায় চলে” গানে প্রথম দর্শক তার গান শুনে এবং গানটি জনপ্রিয়তা লাভ করে।

তিনি অন্যান্য প্লেব্যাক গান রেকর্ড করেন যেমন ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘ভালবেসে গেলাম শুধু’ এর মত জনপ্রিয় সব গান।

 

 

কিশোর চলচ্চিত্রের গানে প্রথম সম্মাননা লাভ করেন বড় ভাল লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রের জন্য। মহিউদ্দিন পরিচালিত এই চলচ্চিত্রে সৈয়দ শামসুল হকের গীত ও আলম খানের সুরে “হায়রে মানুষ রঙিন ফানুস” গানটি জনপ্রিয়তা লাভ করে এবং এই গানের জন্য তিনি প্রথমবারের মত শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

১৯৮৪ সালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের গীত ও সুরে নয়নের আলো চলচ্চিত্রের তিনটি গানে কণ্ঠ দেন, সেগুলো হল “আমার সারা দেহ খেয়ো গো মাটি”, “আমার বাবার মুখে প্রথম যেদিন” ও “আমার বুকের মধ্য খানে”।

এটি বুলবুলের পূর্ণাঙ্গ সঙ্গীত পরিচালক হিসেবে প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রের নির্মাণব্যয় কম থাকার কারণে তিনি সৈয়দ আবদুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনদের মত বড় ও ব্যস্ত শিল্পীদের নিতে পারছিলেন না।

ফলে পুরুষ কণ্ঠের জন্য  কিশোর এবং নারী কণ্ঠের জন্য সামিনা চৌধুরীকে নির্বাচন করেন। তথাপি অভিনেতা জাফর ইকবালের ঠোঁটে তার তিনটি গানই বেশ জনপ্রিয়তা লাভ করে।

১৯৮৭ সালে তিনি সারেন্ডার চলচ্চিত্রে আলম কানের সুরে তিনটি গানে কণ্ঠ দেন, সেগুলো হল “সবাইতো ভালোবাসা চায়”, “গুন ভাগ করে করে”, ও “ঘড়ি চলে ঠিক ঠিক”।

 

 

তন্মধ্যে প্রথমোক্ত গানটি জনপ্রিয়তা লাভ করে এবং এই গানের জন্য তিনি তার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এছাড়া তিনি ক্ষতিপূরণ (১৯৮৯), পদ্মা মেঘনা যমুনা (১৯৯১), কবুল (১৯৯৬), আজ গায়ে হলুদ (২০০০), সাজঘর (২০০৭) ও কি যাদু করিলা (২০০৮) চলচ্চিত্রের গানের জন্য আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

 

ঐ চাঁদ মুখে লিরিক্স [ Oi Chand Mukhe Lyrics ] । এন্ড্রু কিশোর । Andrew Kishore

 

ঐ চাঁদ মুখে লিরিক্স

 

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)

হাজার বছর বেঁচে থাক তুমি
বুকে নিয়ে স্বর্গের সুখ।
দুঃখ ব্যথা সব ভুলে যাই যে
দেখলে তোমার ঐ মুখ।
ফুলও তুমি ফাগুনও তুমি,
গন্ধ বিলাও সারাক্ষণ।

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)

স্বপ্ন তোমার মনে যত আশা,
সবই যেন পূর্ণ হয়।
আমারি তুমি এই পৃথিবীতে,
ও প্রিয়া আর কারো নও।
দিনও তুমি রাতও তুমি,
ফুরাবে না কভু প্রয়োজন।ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন,
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন,
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)

ঐ চাঁদ মুখে লিরিক্স [ Oi Chand Mukhe Lyrics ] । এন্ড্রু কিশোর । Andrew Kishore

আরও দেখুনঃ

এই পদ্মা এই মেঘনা গানের লিরিক্স | Ei Padma Ei Meghna Gaaner Lyrics | Farida Parveen

এই পথ যদি না শেষ হয় লিরিক্স | Ei poth jodi na shesh hoy lyrics | Hemanta Mukhopadhyay

ডুবে ডুবে ভালোবাসি গানের লিরিক্স | Dube Dube Valobashi Gaaner Lyrics | Tanjib Sarowar

তাকে অল্প কাছে ডাকছি লিরিক্স | Takey olpo kache dakchi lyrics | Mahtim Shakib| 2021

স্বাধীনতা তুমি কবিতার লিরিক্স [ sadhinota tumi kobitar lyrics ] । শামসুর রাহমান

Exit mobile version