ঐ চাঁদ সুরুজ গজল লিরিক্স [ Oi Chand Suruj Ghazal lyrics ]
লামিয়া ইসলাম । Lamiya Islam
ঐ চাঁদ সুরুজ গজল লিরিক্স [ Oi Chand Suruj Ghazal lyrics ] । লামিয়া ইসলাম । Lamiya Islam
ঐ চাঁদ সুরুজ গজল লিরিক্স
ঐ চাদঁ সুরুজ আর তারকা রাজি
আসমান জমিন আর বৃক্ষ রাজি
ঐ চাদঁ সুরুজ আর তারকা রাজি
আসমান জমিন আর বৃক্ষ রাজি
সাগর ও নদী পর্বত ও রাজি
সৃজিলে তুমি সব তোমারই তো দান
অগো রহিম রহমান
তুমি মহা মহীয়ান
অগো রহিম রহমান
তুমি মহা মহীয়ান
গাছে গাছে দিয়েছ তুমি
নানান রঙের ফুল ফল
দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে
দিয়েছে সবুজ ফসল
গাছে গাছে দিয়েছ তুমি
নানান রঙের ফুল ফল
দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে
দিয়েছে সবুজ ফসল
কৃষকের মুখে ☺
ঘোলা ভরা ধান
সৃজিলে তুমি সব তোমারই তো দান
অগো রহিম রহমান
তুমি মহা মহীয়ান
অগো রহিম রহমান
তুমি মহা মহীয়ান
ফুলে ফুলে দিয়েছ ঢেলে
মন মাতানো সব ঘ্রাণ
প্রজাপতি উড়ে পাখা মেলে
দেখে জুড়িয়ে যায় প্রান
ফুলে ফুলে দিয়েছ ঢেলে
মন মাতানো সব ঘ্রাণ
প্রজাপতি উড়ে পাখা মেলে
দেখে জুড়িয়ে যায় প্রান
ফুল প্রজাপতি আর নানা রং ঘ্রাণ
সৃজিলে তুমি সব তোমারই তো দান
অগো রহিম রহমান
তুমি মহা মহীয়ান
অগো রহিম রহমান
তুমি মহা মহীয়ান
ঐ চাদঁ সুরুজ আর তারকা রাজি
আসমান জমিন আর বৃক্ষ রাজি
ঐ চাদঁ সুরুজ আর তারকা রাজি
আসমান জমিন আর বৃক্ষ রাজি
সাগর ও নদী পর্বত ও রাজি
সৃজিলে তুমি সব তোমারই তো দান
অগো রহিম রহমান
তুমি মহা মহীয়ান
অগো রহিম রহমান
তুমি মহা মহীয়ান
ঐ চাঁদ সুরুজ গজল লিরিক্স [ Oi Chand Suruj Ghazal lyrics ] । লামিয়া ইসলাম । Lamiya Islam
আরও দেখুনঃ