ঐ দূর সীমানায় লিরিক্স | Oi dur shimanay lyrics | gojol | hujaifa islam

ঐ দূর সীমানায় লিরিক্স,

  এটি একটি গজল গান। গজল টি গেয়েছেন হুজাইফা ইসলাম।  গজল আরব থেকে এর উৎপত্তি হলেও ফার্সি ভাষায় এটি বিশেষ বিকাশ লাভ করে। পরবর্তীতে উর্দু ভাষায় এটি সমধিক জনপ্রিয়তা পায়।

 

ঐ দূর সীমানায় লিরিক্স | Oi dur shimanay lyrics | gojol | hujaifa islam

 

ঐ দূর সীমানায় আকাশের নীলিমায় লিরিক্স | oi dur shimanay akasher nilimay lyrics | gojol | hujaifa islam

ঐ দূর সীমানায় আকাশের নীলিমায় লিরিক্স

 

ওই দূর সীমানায়

আকাশের নীলিমায় (২ বার)
যেখানে সাদা বক ডানা মেলে উড়ে উড়ে চলে যায় আমারও ইচ্ছে করে মাঝে মাঝে আমারও ইচ্ছে করে মাঝে মাঝে হারিয়ে যেতে কোনো অজানায়
ঐ দূর সীমানায়
রুদ মাখা চৈতের অলস দুপুরে উদাসীন মন আমার হারায় সুদূরে (২ বার) আঁকাবাকা মেঠো পথ পেছনে ফেলে আঁকাবাকা মেঠো পথ পেছনে ফেলে মন ছুটে চলে দুর মাদিনায়
আমারও ইচ্ছে করে মাঝে মাঝে আমারও ইচ্ছে করে মাঝে মাঝে হারিয়ে যেতে কোনো অজানায়
তাই দূর সীমানায়
কোকিলের কুহু কুহু সুরের মায়ায় মধুর মায়া ডুরে বাধে আমায় (২ বার)
চেনা যত সুর আছে লাগে অচেনা চেনা যত সুর আছে লাগে অচেনা আযানের সুরে যদি ডাকে আমায়
হারিয়ে যেতে কোন অজানায় এই সুর সীমানায়

আকাশের নীলিমায়

যেখানে সাদা বক ডানা মেলে,
উড়ে উড়ে যায়।
আমারও ইচ্ছে করে মাঝে মাঝে আমারও ইচ্ছে করে মাঝে মাঝে হারিয়ে যেতে কোনো অজানায়

অই দূর সীমানায়

ঐ দূর সীমানায় আকাশের নীলিমায় লিরিক্স | oi dur shimanay akasher nilimay lyrics | gojol | hujaifa islam

oi dur shimanay akasher nilimay lyrics in english

 

Oi dur simanay
Akasher Nilimay (2)
Jekhane sada bok dana mele
Ure ure chole jay
Amar o icche kore majhe majhe Amar o icche kore majhe majhe
Hariye jete kono ojanay
Oi dur simanay
ঐ দূর সীমানায় আকাশের নীলিমায় লিরিক্স | oi dur shimanay akasher nilimay lyrics | gojol | hujaifa islam

গজল:

গজল হালকা মেজাজের লঘু শাস্ত্রীয় সঙ্গীত। আবার হালকা-গম্ভীর রসের মিশ্রণে সিক্ত আধ্যাত্মিক গান। গজল প্রেমিক-প্রেমিকার গান হলেও এ গান এমন একটি শৈলী যাতে প্রেম ও ভক্তির অপূর্ব মিলন ঘটেছে। পার্থিব প্রেমের পাশাপাশি গজল গানে আছে অপার্থিব প্রেম, যে প্রেমে স্রষ্টার প্রতি আত্মার আকূতি নিবেদিত। গজল গানে স্রষ্টা আর তার প্রেরিত মহাপুরুষদের প্রতি ভক্তির সঙ্গে মোক্ষ লাভের ইচ্ছা এসে মেলবন্ধন ঘটিয়েছে পার্থিব প্রেমের সঙ্গে।

গজল গান উর্দু ও ফার্সি ভাষায় রচিত এক ধরনের ক্ষুদ্রগীত। আমির খসরু এ গানের স্রষ্টা এবং প্রচারের ক্ষেত্রেও তার অবদান অপরিসীম। তিনি সম্রাট আলাউদ্দিন খিলজিকে প্রতিরাতে একটি করে গজল শোনাতেন।

গজল গানে কথা বেশি, সুরের প্রাধান্য কম। মূলত হালকা ধরনের গান হলেও সব ধরনের রচনাই এ গানের বিষয়বস্তু হতে পারে। উচ্চভাবপূর্ণ ও গাম্ভীর্যপূর্ণ রচনাও কোন কোন গানে দেখা যায়। এ গানে অনেকগুলো চরণ, কলি বা তুক্ থাকে। প্রথম কলি ‘স্থায়ী’ এবং বাদবাকি কলিগুলো ‘অন্তরা’

গজল ভালো গাইতে হলে ভালো ভাষা-জ্ঞান থাকা প্রয়োজন। টপ্পা ও ঠুমরির মতো গজল প্রধানত কাফি, পিলু, ঝিঝিট, খাম্বাজ, বারোয়া, ভৈরবী রাগে গাওয়া হয়। গজল গানে একটি বিশেষ আবেদন আছে, তাই এ গান শ্রোতার মনকে রসে আপ্লুত করে তোলে। গজল খুবই জনপ্রিয় গান।

সম্রাট বাহাদুর শাহ জাফর, মীর্জা গালিব, দাগ, জওক, আরজু প্রমুখ অনেক কবি অজস্র সুন্দর সুন্দর গজল রচনা করে গেছেন। সম্রাট জাহাঙ্গীর, সম্রাজ্ঞী নূরজাহান, নবাব ওয়াজেদ আলী শাহর মতো ইতিহাস-প্রসিদ্ধ ব্যক্তিদের রচিত অনেক গজল গানের সন্ধান পাওয়া যায়। বাংলা ভাষায় বেশকিছু গজল রচিত হয়েছে। কাজী নজরুল ইসলাম বাংলা গজল রচনায় পথিকৃতের ভূমিকা পালন করেন।

ঐ দূর সীমানায় আকাশের নীলিমায় লিরিক্স | oi dur shimanay akasher nilimay lyrics | gojol | hujaifa islam

 

আরও দেখুনঃ

Leave a Comment