Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

ওঁ জয় সরস্বতী মাতা লিরিক্স [ Om Jai Saraswati Mata lyrics ] । অনুরাধা পড়োওয়াল ।

ওঁ জয় সরস্বতী মাতা লিরিক্স [ Om Jai Saraswati Mata lyrics ]

অনুরাধা পড়োওয়াল

অনুরাধা পাড়োয়াল ( জন্ম: ২৭ অক্টোবর ১৯৫৪) হলেন একজন ভারতীয় সঙ্গীতশিল্পী। তিনি মূলত বলিউডে নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে গান করেন।[হিন্দি ছাড়াও তিনি বাংলা, মারাঠি ভাষা, গুজরাটি, তেলুগু, তামিল, পাঞ্জাবি, অসমীয়া সংস্কৃত ভাষা, ওড়িয়া ও নেপালী ভাষা ভাষায়ও গান করেন। চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি ভজনও গেয়েছেন।

 

ওঁ জয় সরস্বতী মাতা লিরিক্স [ Om Jai Saraswati Mata lyrics ] । অনুরাধা পড়োওয়াল ।

ওঁ জয় সরস্বতী মাতা লিরিক্স

 

ওঁ জয় সরস্বতী মাতা
জয় জয় সরস্বতী মাতা
সদগুণ বৈভবশালিনী
সদগুণ বৈভবশালিনী
বিদ্যাদায়িনী দেবতা
জয় জয় সরস্বতী মাতা।
ওঁ জয় সরস্বতী মাতা
জয় জয় সরস্বতী মাতা
সদগুণ বৈভবশালিনী
সদগুণ বৈভবশালিনী
বিদ্যাদায়িনী দেবতা
জয় জয় সরস্বতী মাতা।

চন্দ্রবদনি পদ্মাসিনী
শুভ্র বসনধারিনী
মা শুভ্র বসনধারিনী
হংসবাহিনী জ্ঞানদাত্রী
হংসবাহিনী জ্ঞানদাত্রী
অতুল তেজধারিনী
জয় জয় সরস্বতী মাতা।

বাম হস্তে ধরা বীণা
মর্মে শরমালা
তার মর্মে শরমালা
শিরে শোভিত মণি মুকুট
শিরে শোভিত মনি মুকুট
কন্ঠে মোতির মালা
জয় জয় সরস্বতী মাতা।

বাগদেবী স্মরণে যে আসে
জ্ঞান ডোরে বাঁধা পড়ে
সে যে জ্ঞান ডোরে বাঁধা পড়ে
অজ্ঞানতা দূর হয় তার
অজ্ঞানতা দূর হয় তার
ডোবে সে বিদ্যা ভারে
জয় জয় সরস্বতী মাতা।

বিদ্যা জ্ঞান প্রদায়িনী
জ্ঞানের বিকাশ কর
মা জ্ঞানের বিকাশ কর
অজ্ঞানতার তিমিরতা
অজ্ঞানতার তিমিরতা
ধরা থেকে দূর করো
জয় জয় সরস্বতী মাতা।

ধুপ দীপ মধু ফল নে মা
পুষ্পাঞ্জলি নাও দেবী
মা পুষ্পাঞ্জলি নাও দেবী
জ্ঞানের দৃষ্টি দান করে
জ্ঞানের দৃষ্টি দান করে
ধন্য কর বাগদেবী
জয় জয় সরস্বতী মাতা।

মা সরস্বতীর পূজা
মনে প্রাণে যেই করে
একমনে প্রাণে যেই করে
হিতকারী সুখকারী
হিতকারী সুখকারী
জ্ঞান যে সেই ধরে
জয় জয় সরস্বতী মাতা।
ওঁ জয় সরস্বতী মাতা
জয় জয় সরস্বতী মাতা
সদগুণ বৈভবশালিনী
সদগুণ বৈভবশালিনী
বিদ্যাদায়িনী দেবতা
জয় জয় সরস্বতী মাতা।

Om Jai Saraswati Mata lyrics

Om jai saraswati mata
jai jai saraswati mata
Sadgun vaibhav shalini
Sadgun vaibhav shalini
tribhuvan vikhyata
Jai jai saraswati mata
jai saraswati mata
Jai jai saraswati mata
Sadgun vaibhav shalini
Sadgun vaibhav shalini
tribhuvan vikhyata
Jai jai saraswati mata

Chandravadani padmasini
dyuti mangal kaari
maiya dyuti mangal kaari
Sohe shubh hans sawaari
Sohe shubh hans sawaari
atul tej dhaari
Jai jai saraswati mata

Baaye kar mein veena
daaye kar mala
maiya daaye kar mala
Sheesh mukut mani shohe
Sheesh mukut mani shohe
gale motiyan mala
Jai jai saraswati mata

Devi sharan jo aaye
unka uddhar kiya
maiya unka uddhar kiya
Baithi manthra dasi
Baithi manthra dasi
rawan sanhar kiya
Jai jai saraswati mata

Vidya gyan pradayini
gyan prakash bharo
jag mein gyan prakash bharo
Moh aur agyan timir ka
Moh aur agyan timir ka
jag se nash karo
Jai jai saraswati mata

Dhoop deep fal meva
ma swikaar karo
ma swikaar karo
Gyanchkshu de mata
Gyanchkshu de mata
jag nistar karo
Jai jai saraswati mata

Maa sarswati ki aarti
jo koi jana gave
maiya jo koi jana gave
Hitkari shukhkari
Hitkari shukhkari
gyan bhakti pave
Jai jai saraswati mata

আরও দেখুনঃ

সর্বত মঙ্গল রাধে | সরলপুর | যুবতী রাধে

Exit mobile version