বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে,
ও..রে.. ওই মতন মোর গাড়ীর চাকা পন্থে
পন্থে ঘুরে রে

ওকি গাড়িয়াল মুই চলং রাজপন্থে।।

গ্রাম
বিয়ানে উঠিয়া গরু গাড়িত দিয়া জুড়ি,
আরে বিয়ানে উঠিয়া গরু গাড়িত দিয়া জুড়ি,
ও রে সোনাবালার সোনার বাদে কান্দে,
দ্যাশে ঘুরিরে
ওকি গাড়িয়াল মুই চলং রাজপন্থে।।
গাড়ির চাকা ঘুরে আর মধ্যে করে রাও
আরে গাড়ির চাকা ঘুরে আর মধ্যে করে রাও
ও রে ওই মতন কান্দিয়া উঠে আমার সর্ব গাওরে।।
দ্যাশ বিদ্যাশে বেড়াঙরে মোর সোনার সোনা বাদে
আরে  দ্যাশ বিদ্যাশে বেড়াঙরে মোর সোনার সোনা বাদে
ও রে সেও সোনা অবশেষে ঘরত বসি কান্ধেরে।।
ওকি গাড়িয়াল মুই চলঙ রাজপন্থে।।
বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে,
ও..রে.. ওই মতন মোর গাড়ীর চাকা পন্থে
পন্থে ঘুরে রে
ওকি গাড়িয়াল মুই চলং রাজপন্থে।।