ওগো আমার শ্রাবণমেঘের [ Ogo Amar Srabon Megher ]

ওগো আমার শ্রাবণমেঘের [Ogo Amar Srabon Megher ]
লেবেল: স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভার: মিতা গাঙ্গুলী [ Mita Ganguly ]

 

ওগো আমার শ্রাবণমেঘের

 

রাগ: পিলু

তাল: দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ১১ ভাদ্র, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯২১

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

 

ওগো আমার শ্রাবণমেঘের

ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি,

অশ্রুভরা পূরব হাওয়ায় পাল তুলে দাও আজি॥

     উদাস হৃদয় তাকায়ে রয়,   বোঝা তাহার নয় ভারী নয়,

     পুলক-লাগা এই কদম্বের একটি কেবল সাজি॥

ভোরবেলা যে খেলার সাথি ছিল আমার কাছে,

মনে ভাবি, তার ঠিকানা তোমার জানা আছে।

     তাই তোমারি সারিগানে   সেই আঁখি তার মনে আনে,

     আকাশ-ভরা বেদনাতে রোদন উঠে বাজি॥

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

রবীন্দ্রনাথ ঠাকুর :

রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ,৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়।

তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম গীতিকার হয়েছিলেন।

 

কার বাঁশি নিশি ভোরে বাজিল
রবীন্দ্রনাথ ঠাকুর

 

ওগো আমার শ্রাবণমেঘের [ Ogo Amar Srabon Megher ] নিয়ে কভার ঃ

 

আরও দেখুনঃ

Leave a Comment