Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

ওগো তোমার আকাশ দুটি চোখে লিরিক্স | ogo tomar akash duti cokhe lyrics | নির্মলা মিশ্র

ওগো তোমার আকাশ দুটি চোখে লিরিক্স | ogo tomar akash duti cokhe lyrics | নির্মলা মিশ্র

নির্মলা মিশ্র একজন স্বনামধন্য ভারতীয় বাঙালি গায়িকা। তিনি তাঁর গাওয়া আধুনিক বাংলা এবং ফিল্মি গানের জন্য বহুল পরিচিত। দক্ষিণ কলকাতার চেতলার বাসিন্দা নির্মলা মিশ্রর ডাক নাম ‘ঝামেলা’। সংগীত জগতের ঘনিষ্ঠ মহলে তাঁকে অনেকেই ‘ঝামেলাদি’ বলেই ডাকেন।

ওগো তোমার আকাশ দুটি চোখে লিরিক্স

কন্ঠশিল্পীঃ নির্মলা মিশ্র

 

 

 

 

ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।
এই জীবন ছিল,
নদীর মতো গতিহারা।
এই জীবন ছিল,
নদীর মতো গতিহারা – দিশাহারা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।
আগে ছিল শুধু পরিচয়,
পরে হলো মন বিনিময়।
আগে ছিল শুধু পরিচয়,
পরে হলো মন বিনিময়।
শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়,
শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়।
আজ যখনই ডাকি,
জানি তুমি দিবে সাড়া।
এই জীবন ছিলো,
নদীর মতো গতিহারা – দিশাহারা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।
গানে নতুন করে এলো সুর,
এ যেন আগের চেয়ে সুমধুর।
গানে নতুন করে এলো সুর,
এ যেন আগের চেয়ে সুমধুর।
নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর,
নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর।
বয়ে চলেছে যে তাই,
ভালবাসার একধারা।
এই জীবন ছিলো,
নদীর মতো গতিহারা – দিশাহারা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।

ogo tomar akash duti cokhe lyrics in english

 

 

 

 

Tomar akash duti chokhe
Aami hoye gechhi tara (x2)
Ei jeebon chilo
Nodir mato gotihara
Ei jeebon chilo
Nodir mato gotihara, dishahara
Ogo, tomar akash duti chokhe
Ami hoye gechhi tara
Aage chhilo sudhu porichoy
Porey holo mon binimoy (x2)
Subho logne hoye gelo, subho porinay
Subho logne hoye gelo, subho porinay
Aaj jakhoni daaki
Jaani tumi debe sara
Ei jeebon chhilo
Nodir mato gotihara, dishahara
Ogo, tomar akash duti chokhe
Aami hoye gechhi tara
Gaane natun kore elo sur
E jeno aager cheye sumadhur (x2)
Niye ele amay tumi, aaj bohudur
Niye ele amay tumi, aaj bohudur
Boye cholechhe je taai
Bhalobasar ek dhara
Ei jeebon chilo
Nodir mato gotihara, dishahara
Ogo, tomar akash duti chokhe
Ami hoye gechhi tara
Ami hoye gechhi tara
O.. ami hoye gechhi tara.

আরও দেখুনঃ 
Exit mobile version